রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে

Health and Family Welfare Recruitment 2023

রাজ্যের কালিম্পং জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশ ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন।

নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে কালিম্পং জেলার বিভিন্ন মেডিকেল ইউনিটে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে। এখানের আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছ।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- DH&FWS/KPG/23-24/483

নোটিশ প্রকাশের তারিখ- 17.07.2023

1. অ্যাকাউন্টেন্ট / Accountant (AYUSH)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং কম্পিউটারে দক্ষতা থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 62 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. LDC (AYUSH)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং কম্পিউটারে দক্ষতা থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 62 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হবে।

3. সাইকিয়াট্রিক নার্স / Psychiatric Nurse

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- B. Sc. Psychiatric Nurse/M.Sc. Psychiatric Nursing / DPN থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।

4. ডিস্ট্রিক্ট কনসালটেন্ট / District Consultant (Quality Mnitoring)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্ট্যাটিস্টিকসে ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 35,000 টাকা বেতন দেওয়া হবে।

5. ডিস্ট্রিক্ট ম্যানেজার / District Manager (Public Health)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এমবিবিএস/ডেন্টাল/আয়ুষ/নার্সিং এ গ্র্যাজুয়েট ডিগ্রি এবং হেলথ ম্যানেজমেন্টে ডিপ্লোমা সহ 02 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে।

6. অ্যাকাউন্টেন্ট / Accountant

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কমার্স গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে দক্ষতা থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে 1 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 26,000 টাকা করে বেতন দেওয়া হবে।

7. পাবলিক হেলথ ম্যানেজার / Public Health Manager

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Dental/Nursing গ্র্যাজুয়েট অথবা Life Science এ M.Sc করা থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে 1 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।

8. ANM

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ANM ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে 1 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।

9. মেডিকেল অফিসার / Medical Officer

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBBS ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে 1 বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।

10. স্টাফ নার্স / Staff Nurse

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- GNM ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে 1 বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগের সময়সীমা

31 মার্চ, 2024 তারিখ পর্যন্ত প্রার্থীদের এখানে নিয়োজিত রাখা হবে।

নিয়োগ পদ্ধতি

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা নিয়োগ পদ্ধতি রয়েছে। নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন। নোটিশের 4 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে। আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

ইমেল আইডি: [email protected]

আবেদনের সময়সীমা

1 সেপ্টেম্বর, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে অনেকগুলি শূন্যপদে চাকরি

👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত, ট্রেনিং, প্রমোশন কিভাবে হয় জানুন

👉 WTL এ কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ, মাসিক বেতন 75 হাজার টাকা

👉 রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, শূন্যপদ কয়টি দেখুন

👉 ৪ বছর পর WBPSC এর মাধ্যমে ফুড SI নিয়োগ, এতটি শূন্যপদে চাকরি

Previous articleWBPSC Food SI Full Syllabus 2023, Exam Pattern Details
Next articleUBKV তে অ্যাসিস্টেন্ট পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ | UBKV Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here