রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কয়েকটি শূন্যপদে নার্স নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন।
নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে পূর্ব বর্ধমান জেলার গুসকরা,কাটোয়া, মেমারি, বর্ধমানের বিভিন্ন মেডিকেল ইউনিটে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 396/DH&FWS/II-3/C
নোটিশ প্রকাশ- 28.07.2023
যে পদে নিয়োগ হবে
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA)
শূন্যপদ
এখানে সর্বমোট 9 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
ANM এবং GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা
21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। অন্যদিকে, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
নির্বাচিত প্রার্থীদের মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
ANM / GNM পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।
নিয়োগের সময়সীমা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 31 March 2024 তারিখ পর্যন্ত মনোনীত প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন মূল্য
- জেনারেল প্রার্থীদের 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
- বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন পাঠাবার ঠিকানা
Office of the Chief Medical Officer of Health
District Health & Family Welfare Samity, 1st Floor
Khosbagan, Shyamsayer East
Near Harisabha Hindu Girls School Purba Bardhaman
Pin-713101, West Bengal
গুরুত্বপূর্ণ তারিখ
31 অগাস্ট, 2023 তারিখের মধ্যে এখানে অফলাইনে করে ফেলতে হবে।
প্রয়োজনীয় নথি
1. বয়সের প্রমাণ
2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
3. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
4. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
5. কাস্ট সার্টিফিকেট
6. পাসপোর্ট সাইজের ছবি
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 কলেজে শুরু হচ্ছে চার বছরের অনার্স কোর্স!
👉 মাধ্যমিক পাশে ৩০ হাজার শূন্যপদে পোস্ট অফিসে নিয়োগ
👉 ১৪ বছর পর প্রাইমারিতে ১৫০৬ জনের চাকরি কনফার্ম
👉 1500 টি শূন্যপদে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি