রাজ্যের কোচবিহার জেলার হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর অধীনে CMOH অফিস থেকে ইতিমধ্যেই নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। মেডিকেল অফিসার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এই নিয়োগটি করা হবে। রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে নারী-পুরুষ সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে।
এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র প্রিন্ট কপি অফলাইনে পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে। নিচের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যত, বেতন কাঠামো, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হলো।
Health and Family Welfare Department New Recruitment
নোটিশ নম্বরঃ DH & FW/COB/4323
নোটিশ প্রকাশের তারিখঃ 26.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট (Ophthalmic Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং প্যারামেডিকেল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কিংবা অপটোমেট্রি কিংবা অপথ্যালমিক টেকনিকে 2 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপ্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(2) পদের নামঃ মেডিকেল অফিসার (Medical Officer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.B.B.S করে থাকতে হবে এবং কমপক্ষে 1 বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাশ করে থাকতে হবে এবং WBCN দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে। আবেদন প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
বয়সসীমাঃ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপ্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(4) পদের নামঃ স্পেশালিষ্ট (Specialist)
বেতনঃ এই পদের জন্য প্রতিদিনে 3,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.B.B.S করে থাকতে হবে এবং কমপক্ষে 1 বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের আওতায় রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 4 টি।
- Medicine – 1
- Specialist – 1
- G & O – 1
- Ophthalmologist – 1
নিয়োগ পদ্ধতিঃ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রার্থীদের মেধার ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
ওপরের সমস্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া আবেদন করার লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in এ গিয়ে আবেদন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কেউ আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে না।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করতে হবে।
এরপরে অনলাইনে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
এরপরে, আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
বিঃদ্রঃ অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করতে হবে। তার সঙ্গে সমস্ত উল্লেখিত নদীপত্রগুলি সেলফ অ্যাটেস্টেড করে একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল প্রার্থীদের কাছে 100 টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্রের হার্ড কপি জমা দেওয়ার ঠিকানাঃ
Office of the CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 26.08.2022 |
আবেদন শুরু | 27.08.2022 |
আবেদন শেষ | 23.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ইন্ডিয়ান নেভিতে একদম বিনামূল্যে অ্যাপ্রেনটিসশিপ ট্রেনিং