রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ-সি নিয়োগ! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি

health and family welfare Group-C recruitment 2023

রাজ্যের নদিয়া জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 33 ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।

নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে নদিয়ার বিভিন্ন মেডিকেল ইউনিটে। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- CMOH-Nad/5871

নোটিশ প্রকাশ- 12.10.2023

যে পদে নিয়োগ করা হবে

1. মাল্টি টাস্কিং স্টাফ / Multi Tasking Staff

শূন্যপদ- 1 টি শূন্যপদে নিয়োগ হবে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে এখানে। সাথে এক বছরের কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন যোগ্য।

বেতন- মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হবে।

2. লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট / LDC cum Typist

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে।

বয়সসীমা- 62 থেকে 65 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতন- মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হবে।

3. অ্যাকাউন্টেন্ট / Accountant

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে।

বয়সসীমা- 62 থেকে 65 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতন- মাসিক 12,000 টাকা বেতন দেওয়া হবে।

4. ল্যাব টেকনিশিয়ান / Lab. Technician

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের DMLT কোর্স বা BMLT বা PGDMLT করে থাকতে হবে। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতন- 13,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

5. মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার / Multi Rehabilitation Worker

শূন্যপদ- 17 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ফিজিওথেরাপি নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে। সাথে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 18,000 টাকা করে বেতন দেওয়া হবে।

এছাড়াও এখানে বিভিন্ন ধরণের পদ রয়েছে। Medical Officer, Senior Medical Officer, TBHV, GNM HCP, Social Worker ইত্যাদি পদগুলিতে নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 360 টি।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

07/11/2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 তাপবিদ্যুৎ কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি, 10 নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

👉 IRCON ইন্টারন্যাশনাল লিমিটেডে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ভারতীয় এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 55 হাজার টাকা মাসিক বেতন

👉 ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

Previous articleকল্যাণী AIIMS এ চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ
Next article17710 শূন্যপদে কেন্দ্রীয় শ্রম দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here