জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরে নিয়োগ, ৩৫ হাজার টাকা মাসিক বেতন

Health and Family Welfare Purba Medinipur Recruitment

রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে বেশ কয়েক ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলার যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন মেডিকেল ইউনিটে। এই নিয়োগ এক বছরের চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নোটিশ নং – MOH/Prod/20/2340/235-24

নোটিশ প্রকাশ – 20.04.2023

1. পদের নাম- ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার (Public Health Manager)

শূন্যপদ – 2 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট এবং ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও প্রয়োজন। পাব্লিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।

বয়সসীমা – 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে, 3 বছরের ডাটা রেকর্ডিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 22,000 টাকা করে বেতন দেওয়া হবে।

3. পদের নাম- মেডিকেল অফিসার (Medical Officer)

শূন্যপদ – 20 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – MBBS গ্র্যাজুয়েট এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – সর্বোচ্চ 63 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।

4. পদের নাম- স্টাফ নার্স (Staff Nurse)

শূন্যপদ – 7 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা – সর্বোচ্চ 64 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

5. পদের নাম- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)

শূন্যপদ – 17 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – ANM এবং GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে পূর্ব মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা – 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে অলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষের পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।

আবেদন ফি

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 100 টাকা এবং বাকিদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে।

আবেদন পাঠানোর ঠিকানা

Office of the Chief Medical Officer of Health, Purba Medinipur, Pin-721636.

আবেদনের সময়সীমা

আবেদন পাঠাবার শেষ দিন 10/05/2023 তারিখের 05.00 pm.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleUPSC-এর মাধ্যমে মেডিক্যাল সার্ভিসে চাকরি, ভারতীয় হলেই আবেদন করা যাবে
Next articleএই ব্যবসা করেও মাসে লাখ টাকা রোজগার সম্ভব, কিভাবে করবেন তা দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here