রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যাশনাল হেলথ মিশনের আওতায় মোট তিন ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন মেডিকেল ইউনিটে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে।
নোটিশ নং- 3427
নোটিশ প্রকাশের তারিখ- 31.07.2023
নিয়োগের বিস্তারিত তথ্য
1. পদের নাম- ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার / Block Public Health Manager
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট এবং ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও প্রয়োজন। পাব্লিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি- যোগ্যতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
2. পদের নাম- মেডিকেল অফিসার / Medical Officer
এখানে Medicine, Paediatrics, G & O বিভাগে মেডিকেল অফিসার নিয়োগ করা হবে।
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- MBBS গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে MD ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 67 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- দৈনিক 3,000 টাকা বেতনে সপ্তাহে 3 দিন কাজ করতে হবে।
নিয়োগ পদ্ধতি- এখানে প্রার্থীদের যে ভাবে নম্বর দেওয়া হবে: MBBS Marks (Final Examination) -80%, PG degree-10, Experience-10
3. পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার / Block Data Manager
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে, 3 বছরের ডাটা রেকর্ডিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 22,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি- যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে ফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।
আবেদন মূল্য
জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের জন্য 100 টাকা এবং বাকিদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে।
আবেদন পাঠানোর ঠিকানা
The Chief Medical Officer of Health, Bankura, Tamlibandh, Patpur Road, Post+Dist- Bankura 722101
গুরুত্বপূর্ণ নথি
1. বয়সের প্রমাণ
2. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
3. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
4. পাসপোর্ট সাইজের ছবি
আবেদনের তারিখ
আবেদন পাঠাবার শেষ দিন 18/08/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের খাদ্য দপ্তরে গ্রুপ-C চাকরি
- রাজ্যের পোস্ট অফিসে মাধ্যমিক পাশে চাকরি ২০২৩
- রাজ্যে 6,585 টি শূন্যপদে শিক্ষক, শিক্ষা কর্মী নিয়োগ
- SINP তে গ্রুপ-C পদে চাকরি
- WBP জেল পুলিশ নিয়োগ