রাজ্যের উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কয়েক ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন মেডিকেল ইউনিটে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- DHFWS/UD/ADV/NHM/XV-FC/
নোটিশ প্রকাশ- 08.09.2023
যে পদে নিয়োগ করা হবে
1. অপথ্যালমিক অ্যাসিস্টেন্ট / Ophthalmic Assistant
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
2. মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার / Multi Rehabilitation Worker
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
3. ক্লিনিকাল সাইকোলজিস্ট / Clinical Psychologist
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
4. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট / Community Health Assistant
শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে।
5. ল্যাবরেটরি টেকনিশিয়ান / Laboratory Technician
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
6. TBHV
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
7. হসপিটাল অ্যাটেডেন্ট / Hospital Attendant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
8. সাইকিয়াট্রিক নার্স / Psychiatric Nurse
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
9. স্টাফ নার্স / Staff Nurse
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
10. ল্যাবরেটরি টেকনিশিয়ান / Laboratory Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
11. মেডিকেল অফিসার / Medical Officer
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
12. মেডিকেল অফিসার / Medical Officer
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
13. ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার / Block Public Health Manager
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
14. ব্লক এপিডেমিওলজিস্ট / Block Epidemiologist
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
নিয়োগ পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
যোগ্যতা
এখানে মোট 14 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 67 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
এরপরে জমা দেওয়া ফর্মটি প্রিন্ট করিয়ে নিয়ে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানাতে। সাথে প্রয়োজনীয় সকল নথির জেরক্সও দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
Chief Medical Officer of Health (Uttar Dinajpur), Karnajora, Raiganj, Uttar Dinajpur, Pin code: 733130
আবেদন মূল্য
জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
25/09/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন। প্রিন্টেড ফর্মটি জমা দেওয়ার শেষ দিন 10/10/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 প্রাইমারি টেট অফিসিয়াল নোটিশ ২০২৩ প্রকাশিত হল
👉 রাজ্যে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটে সার্ভেয়ার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ
👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি
👉 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 11 হাজার টাকা
👉 রাজ্যের হস্টেলে সুপারিনটেনডেন্ট পদে চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন
👉 ONGC তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন