রাজ্যের কালিম্পং জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের ব্লাড ব্যাঙ্কে।
রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে। এখানের আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- DH&FWS/KPG/23-24/ 572
নোটিশ প্রকাশের তারিখ- 27.09.2023
যে পদে নিয়োগ করা হবে
1. ল্যাবরেটরি টেকনিশিয়ান / Laboratory Technician
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সাথে DMLT কোর্স করে থাকতে হবে। সাথে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও চাওয়া হয়েছে এখানে।
বেতনক্রম- 17,200 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. টেকনিক্যাল সুপারভাইজার / VBD Technical Supervisor
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সাথে DMLT কোর্স করে থাকতে হবে। সাথে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও চাওয়া হয়েছে এখানে।
বেতনক্রম- 17,200 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. কাউন্সেলর / Counsellor
শূন্যপদ– 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Social work/ Sociology / Psychology নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। পাশাপাশি, কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
বেতনক্রম- মাসিক 13,560 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন। নোটিশের 4 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে।
আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
ইমেল আইডি
আবেদনের সময়সীমা
12/10/ 2023 তারিখ, এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 WBPSC মিসলেনিয়াস নিয়োগ ২০২৩, বিজ্ঞপ্তি প্রকাশিত হলো
👉 ফুড SI নিয়োগের বিষয়ে সতর্ক হলো WBPSC, পরীক্ষার অনেক আগেই নেওয়া হল এমন সিদ্ধান্ত
👉 রাজ্যে স্কুলে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং শিক্ষক নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 BECIL এ ইনোভেশন ফেলো সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ