রাজ্যের পরিবার কল্যাণ দফতরে গ্রুপ-C চাকরি! পদের নাম, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া দেখুন

Health and Family Welfare Samity Recruitment in Cooch Behar

রাজ্যের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে মোট 10 ধরনের পদে গ্রুপ-C সহ বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এখানে, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে এটি বেশ ভালো একটি সুযোগ, তাই পদগুলির ব্যাপারে বিশদে জেনে নিন এবং প্রয়োজনীয় যোগ্যতা থাকলে তাড়াতাড়ি আবেদন করুন।

জেলা পরিবার কল্যাণ দফতরে গ্রুপ-C নিয়োগের তথ্য

1. পদের নাম- মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার (Medical Social Worker- NRC)

শূন্যপদ – এখানে 1 টি (UR) শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – কোচবিহার জেলার যেসব স্থায়ী বাসিন্দার B.A/B.SC/B.Com ডিগ্রির সাথে নূন্যতম 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা আছে, তারা আবেদন করতে পারবেন।

বয়সসীমা – 20 থেকে 40 বছর বয়সের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 18,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার জন্য 80 নম্বর, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য যথাক্রমে 10, 10 নম্বর করে থাকবে।

2. পদের নাম- হসপিটাল অ্যাটেনডেন্ট (Hospital Attendant- NPHCP)

শূন্যপদ – এখানে 1 টি (UR) শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – কোচবিহার জেলার যেসব স্থায়ী বাসিন্দাদের মাধ্যমিক পাশের সাথে হাসপাতালে কাজ করার অন্তত 2 বছরের অভিজ্ঞতা আছে, তারা আবেদন করতে পারবেন।

বয়সসীমা – 19 থেকে 40 বছর বয়সের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার জন্য 35 নম্বর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের জন্য যথাক্রমে 10, 05 নম্বর করে থাকবে।

3.পদের নাম- মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (Multi Rehabilitation Worker- NPICE)

শূন্যপদ – এখানে মোট 12 (6-UR SC-3. ST-1. OBC A 1. OBC B-1) টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি থাকার সাথে অন্তত 2 বছর হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। ফিজিওথেরাপিতে মাস্টার্স ডিগ্রি থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা – 21 থেকে 40 বছর বয়সের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 18,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার জন্য 35 নম্বর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের জন্য যথাক্রমে 10, 05 নম্বর করে থাকবে।

4. পদের নাম- স্টাফ নার্স- NUHM (Staff Nurse- NUHM)

শূন্যপদ – এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – B.Sc / GNM ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – 64 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 25000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার উপর 100 নম্বর রয়েছে।

5. পদের নাম- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট- আরবান (Community Health Assistant- Urban)

শূন্যপদ – এখানে মোট 1 (OBC A) টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – ANM / GNM ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – 21 থেকে 40 বছর বয়সের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 13000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার উপর 100 নম্বর রয়েছে।

6. পদের নাম- ক্লিনিকাল সাইকোলজিস্ট (Clinical Psychologist) 

শূন্যপদ – এখানে মোট 6 টি (3-UR 1-ST 1-OBC A) শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – ক্লিনিকাল সাইকোলজিতে মাস্টার্সের সাথে হাসপাতালে নূন্যতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা – 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 30000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার জন্য 70 নম্বর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের জন্য যথাক্রমে 15, 15 নম্বর করে থাকবে।

7. পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) 

শূন্যপদ – 1 টি (ST) শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমার সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 22000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার জন্য 50 নম্বর ধার্য করা হয়েছে এখানে।

8. পদের নাম- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant- Urban)

শূন্যপদ – এখানে মোট 2 (OBC A -1, ST -1) টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – ANM / GNM ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – 21 থেকে 40 বছর বয়সের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 13000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার উপর 100 নম্বর রয়েছে।

9. পদের নাম- স্টাফ নার্স (Staff Nurse- XV FC-HG)

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – B.Sc / GNM ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – 64 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 25000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার উপর 100 নম্বর রয়েছে।

10. পদের নাম- অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট (Ophthalmic Assistant- NPCB)

শূন্যপদ – এখানে মোট 1 টি (ST) শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – 2 বছরের অপ্টোমেট্রি ডিপ্লোমা থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 18000/ টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার উপর 100 নম্বর রয়েছে।

আবেদন পদ্ধতি 

অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের অনলাইন ফর্ম ফিলাপ করে আবেদন মূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করা হয়ে গেলে আবেদনপত্রটি প্রিন্ট করে (হার্ড কপি) নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানা

The Office of the CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samity, Cooch Behar. (18/04/2023 তারিখের মধ্যে আবেদনপত্রের হার্ড কপি এই ঠিকানায় পাঠাতে হবে)। 

আবেদন মূল্য 

জেনারলদের জন্য 100 টাকা এবং বাকি প্রার্থীদের জন্য 50 টাকা আবেদন ফি রয়েছে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। 

আবেদনের সময়সীমা 

17/04/2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇