হেলথ ইন্সপেক্টর সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Health Inspector including various posts Recruitment 2023

ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিন অ্যান্ড পাব্লিক হেলথ, দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, জেনারেল মেডিকেল স্টোর ডিপো, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আরও বিশদে জানুন এই প্রতিবেদনে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নম্বর- A.12034/02/2023-PH(IH)

নোটিশ প্রকাশের তারিখ- 10.11.2023

যে পদে নিয়োগ করা হবে

1. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট / Laboratory Attendant

শূন্যপদ- এখানে মোট 69 টি শূন্যপদ রয়েছে।

2. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট / Laboratory Assistant

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

3. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট / Research Assistant

শূন্যপদ- এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।

4. হেলথ ইন্সপেক্টর / Health Inspector

শূন্যপদ- এখানে মোট 70 টি শূন্যপদ রয়েছে।

5. X-Ray Technician

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

6. নার্সিং অফিসার / Nursing Officer

শূন্যপদ- এখানে মোট 15 টি শূন্যপদ রয়েছে।

7. ওয়ার্ড বয় / Ward Boy

শূন্যপদ- এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।

8. HMTS Sanitation

শূন্যপদ- এখানে মোট 29 টি শূন্যপদ রয়েছে।

9. প্যারা মেডিকেল ওয়ার্কার / Para Medical Worker

শূন্যপদ- এখানে মোট 11 টি শূন্যপদ রয়েছে।

10. ফিল্ড ওয়ার্কার / Field Worker

শূন্যপদ- এখানে মোট 140 টি শূন্যপদ রয়েছে।

এছাড়াও Laboratory Technician, Insect Collector, Physiotherapist সহ বিভিন্ন পদ রয়েছে এখানে।

মোট 64 ধরণের পদ রয়েছে। সমস্ত পদ মিলিয়ে মোট 487 টি শূন্যপদ আছে এখানে। পদগুলি সমস্ত গ্রুপ বি এবং সি পদের।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

যোগ্যতা

এখানে মোট 64 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

বেতনক্রম

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন পে লেভেল 1 থেকে সর্বোচ্চ পে লেভেল 10 পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য aiihph.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল প্রার্থীদের 600 টাকা এবং SC/ ST, PwBD, Women প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য ধার্য করা হয় নি।

গুরুত্বপূর্ণ তারিখ

  • 30/11/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।
  • ডিসেম্বরের প্রথম সপ্তাহ- লিখিত পরীক্ষার অ্যাডমিট প্রকাশ।
  • ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ- লিখিত পরীক্ষা।
  • ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ- ফল প্রকাশ।
  • ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ- ডকুমেন্ট ভেরিফিকেশন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 রাজ্যের এই ৩টি জেলাতে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

👉 পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, 28 হাজার 900 টাকা মাসিক বেতন

👉 সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 906 শূন্যপদে এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ, 30 হাজার টাকা মাসিক বেতন

Previous article1899 শূন্যপদে ভারতীয় ডাক বিভাগে চাকরির বিজ্ঞপ্তি, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ
Next articleWBPSC-এর তরফে আরো একটি নতুন চাকরি, জারি হলো অফিসিয়াল নোটিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here