উচ্চ মাধ্যমিক পাশে ডেন্টাল টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে চাকরি, 22 হাজার টাকা মাসিক বেতন

Higher Secondary Dental Technician including various posts recruitment 2023

রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট দুই ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।

রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 790/DH&FWS/II-6 এবং 800/DH&FWS/II-17

নোটিশ প্রকাশের তারিখ- 01.11.2023 এবং 02.11.2023

যে পদে নিয়োগ করা হবে

1. ডেন্টাল টেকনিশিয়ান / Dental Technician

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাশ করার পাশাপাশি ডেন্টাল টেকনোলজি ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে প্রার্থীদের। সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- 22,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট / Opthalmic Assistant

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সাথে Optometry and Ophthalmic Technique ডিপ্লোমা কোর্সটি করে থাকতে হবে। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- 18,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ এবং অভিজ্ঞতার নিরিখে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

21/11/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট নোটিশ: Download

✅ অফিসিয়াল ডেন্টাল টেকনিশিয়ান নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 তাপবিদ্যুৎ কেন্দ্রে এক্সিকিউটিভ পদে চাকরি, 16 নভেম্বর অবধি আবেদন চলবে

👉 রাজ্যের প্রাইমারি স্কুলে গ্রুপ-ডি ও ক্লার্ক পদে নিয়োগ! অষ্টম ও মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি

👉 CTET 2024 এর নোটিফিকেশন প্রকাশিত হলো! শুরু হলো আবেদন প্রক্রিয়া

👉 ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 বেসরকারি ব্যাংকে চাকরি ছেড়ে দিচ্ছে কর্মীরা, চাকরি ছাড়ার কারণ কী?

Previous articleতাপবিদ্যুৎ কেন্দ্রে এক্সিকিউটিভ পদে চাকরি, 16 নভেম্বর অবধি আবেদন চলবে
Next articleএই কোর্স করলেই মিলবে কৃষি ব্যবসার লাইসেন্স! নিজে করতে পারবেন ব্যবসা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here