1/9: শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরেই। বারংবার বিভিন্ন দাবীতে উঠে এসেছে পরীক্ষার খাতা দেখার জন্য পারিশ্রমিক বাড়ানোর কথা। মাধ্যমিক শিক্ষা পর্ষদ শিক্ষকদের আর্জি শুনে খাতা দেখার পারিশ্রমিক বাড়িয়েছিল। এবার একই পথে হাঁটল রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদও।
2/9: চলতি বছর থেকে নতুন হারে, খাতা দেখার জন্য পারিশ্রমিক পাবেন শিক্ষকরা। তবে শুধু খাতা দেখার জন্য পারিশ্রমিক বাড়ানোই নয়, শিক্ষকদের জন্য বাড়ানো হল পরিবহণ ভাতাও।
3/9: ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখলে শিক্ষকরা পাবেন বাড়তি পারিশ্রমিক। এই মর্মে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রধান পরীক্ষক, পরীক্ষক, নম্বর পরীক্ষক (স্ক্রুটিনিয়ার) এবং কো-অর্ডিনেটরদের পারিশ্রমিক ও পরিবহণ খরচ দেওয়া হবে।
4/9: এত দিন পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখার জন্য পরীক্ষকরা পেতেন খাতা পিছু ৫ টাকা। এবার থেকে ১ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ, এই বছরের উচ্চ মাধ্যমিকের খাতা পিছু মিলবে ৬ টাকা। এবছর থেকে স্ক্রুটিনির জন্য খাতা পিছু দেড় টাকা করে দেওয়া হবে। আগে এই বাবদ দেওয়া হত ১ টাকা।
5/9: এই বছর ফলপ্রকাশের পর যদি কোনও পরীক্ষার্থী নম্বরে সন্তুষ্ট না হয়ে রিভিউ বা স্ক্রুটিনি করাতে চান, সে ক্ষেত্রে শিক্ষকদের খাতা পিছু দেওয়া হবে ৬ টাকা করে। আগে এই বাবদ মিলত ৫ টাকা।
6/9: উচ্চ মাধ্যমিকের প্রধান পরীক্ষকেরা এই বছর টিএ (TA- পরিবহণ খরচ) বাবদ ২৫০ টাকা করে পাবেন। আগে এই বাবদ দেওয়া হত ২০০ টাকা করে। পর্ষদ জানিয়েছে, দূরত্ব বিচার করে পরীক্ষক ও স্ক্রুটিনিয়ারদেরও টিএ দেওয়া হবে। এই ক্ষেত্রে ৫০-১৫০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
আরো পড়ুন 👇👇
💡 রাজ্যের ভুয়ো B.Ed, D.El.Ed কলেজে ডিগ্রি করে চাকরির হদিশ
💡 মাধ্যমিকে খুব বেশি বা খুব কম নম্বর পেলে নেওয়া হবে এই পদক্ষেপ!
7/9: এই বছর ক্যাম্পের কো-অর্ডিনেটরদের জন্য ২০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগে এই বাবদ ১৫০০ টাকা বরাদ্দ ছিল। এবারে শিবির কো-অর্ডিনেটরদের টিএ বিল বাবদ দেওয়া হবে ১০০ টাকা। আগে এই বরাদ্দ ছিল ৫০ টাকা।
8/9: সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায় এই বরাদ্দ বাড়ানো সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছেন। উচ্চ মাধ্যমিকের খাতা দেখার পারিশ্রমিক বাড়ানো প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল মন্তব্য করেন, ‘মাধ্যমিকে খাতা দেখার পারিশ্রমিক বা পরিবহণ খরচ যে হারে বেড়েছে উচ্চমাধ্যমিকে সেই হারে বাড়েনি।’
উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার জন্য টাকার পরিমাণ বাড়লো। pic.twitter.com/09Ccsf2lJQ
— Kaj Karmo- কাজকর্ম (@KajKarmo) March 11, 2023
9/9: অর্থাৎ, বরাদ্দ বাড়ানো হলেও শিক্ষকরা যে সবাই খুশি হয়েছেন, তা নয়। যদিও, পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি অ্যাসোসিয়েশনের বক্তব্য সঠিক হারে বাড়ানো হয়েছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার পারিশ্রমিক এবং পরিবহণ ভাতা। WBCHSE থেকে জারি করা বিজ্ঞপ্তিটি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
এগুলোও পড়ুন 👇👇
💡 ভারতে রবিবার কেন ছুটি থাকে? না জানলে জেনে নিন
💡 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি