রাজ্যের এই ৩টি জেলাতে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

State 3 Districts ICDS Anganwadi Worker Recruitment 2023

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কালিম্পং, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্র গুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে।

কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। এই পদগুলি স্বেচ্ছা সেবামূলক। এক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও, তাঁরা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

অঙ্গনওয়াড়ি সহায়িকা

শূন্যপদ

  • দার্জিলিং এ মোট 25 টি শূন্যপদ রয়েছে।
  • পশ্চিম বর্ধমানে মোট 21 টি শূন্যপদ রয়েছে।
  • কালিম্পং এ মোট 30 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা সকল মহিলা প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রী থাকলেও এখানে আবেদন করা যাবে। এর সাথে, শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের।

বয়সসীমা

01/01/2023 তারিখের হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

কালিম্পং, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের শেষেই আবেদনপত্রটি শুরু হয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।

ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার ঠিকানা দেখে আবেদন পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলাতে 06/12/ 2023 তারিখ এবং কালিম্পং জেলাতে 08/12/2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

দার্জিলিং এর অফিসিয়াল নোটিশ: Download

পশ্চিম বর্ধমানের অফিসিয়াল নোটিশ: Download

কালিম্পং এর অফিসিয়াল নোটিশ: Download

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 906 শূন্যপদে এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ, 30 হাজার টাকা মাসিক বেতন

👉 NIOS এ গ্রুপ-এ, বি, সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি! 21 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

👉 সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 8283 শূন্যপদে স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ, 07 ডিসেম্বর অবধি আবেদন চলবে

Previous articleWBPSC New Recruitment 2023: পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, 28 হাজার 900 টাকা মাসিক বেতন
Next articleঅ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here