ভারত সরকারের মিনিস্ট্রি অফ মাইনসের অন্তর্গত হিন্দুস্তান কপার লিমিটেড (Hindustan Copper Limited- HCL) এর তরফ থেকে বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিওলজি, সার্ভে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল সহ বিভিন্ন ডিসিপ্লনে প্রার্থীদের নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য জেলার অন্তর্গত সমস্ত পুরুষ ও মহিলা এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
নিচের প্রতিবেদনে আবেদন করার পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতার ও বয়সের বিবরণ, প্রতিটি ডিসিপ্লিনের নাম সহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হল। বিস্তারিত জেনে নিন।
Hindustan Copper Limited Engineer Trainee Recruitment 2022
নোটিশ নম্বরঃ Estt. /1/2013/2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 30.09.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের দ্বারা আবেদন করতে হবে।
HCL নিয়োগের তথ্য (HCL Recruitment Details)
পদের নামঃ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (Graduate Engineer Trainee)
বেতনঃ সব থেকে ভালো বিষয় হলো প্রশিক্ষণের শুরু থেকেই প্রার্থীদের 40,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীদের 2022 ও 2021 সালে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। এছাড়াও যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে।
বয়সসীমাঃ 01.09.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স কমপক্ষে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরে বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ এখানে সর্বমোট 84 টি শূন্যপদে নিয়োগ হবে।
ডিসিপ্লিনের নাম এবং শূন্যপদঃ
- Mining – 39
- Survey – 02
- Geology – 06
- Concentrator – 06
- Electrical – 11
- Civil – 05
- Mechanical – 12
- Instrumentation – 02
- System – 01
নিয়োগ পদ্ধতিঃ
- GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বর
- পার্সোনাল ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
হিন্দুস্তান কপার লিমিটেডের অন্তর্গত এই এপ্রেন্টিস প্রশিক্ষণের ক্ষেত্রে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে।
অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য নিচে দেওয়া আবেদন করার লিংকে ক্লিক করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন করে আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদন পত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করে নিতে হবে।
সবশেষে 500 টাকা আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 30.09.2022 |
আবেদন শুরু | 30.09.2022 |
আবেদন শেষ | 31.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে লোক নিয়োগ