Hindustan Copper Limited Recruitment: ভারত সরকারের হিন্দুস্তান কপার লিমিটেড (Hindustan Copper Limited-HCL) থেকে কিছুদিন আগেই প্রচুর সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেনটিস (Apprentice) নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনকারী প্রার্থীদের বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং করানো হবে।
আবেদনকারী প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ট্রেড এর বিভাগে ট্রেনিং দেওয়া হবে। সব থেকে ভালো বিষয় হলো এই ট্রেনিং চলাকালীন প্রার্থীরা নির্দিষ্ট হারে স্টাইপেন্ডও পাবে। পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, মাসিক স্টাইপেন্ড কত দেওয়া হবে, কি কি ট্রেডে নিয়োগ হবে, বয়স কত লাগবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত তথ্য জানবে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Hindustan Copper Limited Trade Apprentice Recruitment 2022
নোটিশ নম্বরঃ HCL/KCC/HR/Trade Appt/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 22.11.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
পদের নামঃ ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice)
স্টাইপেন্ডঃ অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে প্রার্থীদের প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ এখানে বিভিন্ন ট্রেডে মোট 290 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
- Mate (Mines)
- Blaster (Mines)
- Diesel Mechanic
- Fitter
- Turner
- Welder (Gas & Electric)
- Electrician
- Electronics Mechanic
- Draughtsman (Civil)
- Draughtsman (Mechanical)
- Computer Operator & Programming Assistant
- Surveyor
- Refrigeration & Air Conditioner
প্রশিক্ষণের সময়সীমাঃ
Mate ট্রেডের ক্ষেত্রে 3 বছরের এবং Blaster ও Diesel Mechanic ট্রেডের ক্ষেত্রে 2 বছরের ও বাকি সমস্ত ট্রেডের ক্ষেত্রে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
দুটি ধাপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে-
Step-1: Apprenticeship Registration– এই ওয়েবসাইট (www.apprenticeshipindia.org) থেকে প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।
Step-2: On-line submission of Application– রেজিস্ট্রেশন করার পর (www.hindustancopper.com) এই ওয়েবসাইট থেকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা ধার্য করা হয়েছে এবং SC/ST/OBC এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি নেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 22.11.2022 |
আবেদন শুরু | 22.11.2022 |
আবেদন শেষ | 12.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে আইসিডিএস (ICDS) কর্মী নিয়োগ
🎯 বছরের শেষে WBPSC-র নতুন চাকরি
🎯 পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরে চাকরি