হিন্দুস্থান কপার লিমিটেড কোম্পানিতে একাধিক শূন্যপদে জুনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে। এখানে পুরুষ, মহিলা সকলেই আবেদন যোগ্য। নির্বাচিত প্রার্থীদের দেওয়া হবে আকর্ষণীয় বেতন। ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিষয়ে আরও জানতে এই লেখাটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- Estt./1/2018/2023-24
নোটিশ প্রকাশের তারিখ- 14/08/2023
যে পদে নিয়োগ হবে
জুনিয়র ম্যানেজার / Junior Manager
শূন্যপদ
এখানে মোট 7 টি বিভাগে নিয়োগ হবে। বিভাগগুলি হল -Mining, Survey, Mechanical, Electrical, Company Secretary, Finance, HR। এই 7 টি বিভাগ মিলিয়ে মোট 65 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য উপরের যে কোনো একটি বিষয়ে ডিপ্লোমা এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা
23 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীদের 30,000-1,20,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 9 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
General Manager (HR)
Hindustan Copper Limited, Tamra Bhavan, 1,
Ashutosh Chowdhury Avenue, Kolkata – 700019
প্রয়োজনীয় নথি
1. বয়সের প্রমাণ
2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
3. আধার/ প্যান
4. কাস্ট সার্টিফিকেট
5. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করার শেষ দিন 13/09/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 SBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
👉 NITTTR তে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি জারি
👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে 2409 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসে নিয়োগ
👉 7547 টি শূন্যপদে SSC কনস্টেবল চাকরির বিজ্ঞপ্তি
👉 রাজ্যে CNMC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো