ভারতের হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এ অনেকগুলি পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহুর্তে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। ইচ্ছুক এবং যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত দেওয়া হবে, পদ অনুযায়ী কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং ইচ্ছুক প্রার্থীরা ঠিক কিভাবে আবেদন করতে পারবে তা নিচে থেকে জেনে নিন।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- অপারেশনস টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।
শুন্যপদ- 94 টি
(2) পদের নাম- বয়লার টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেনড্যান্ট কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদ- 18 টি
(3) পদের নাম- মেইন্টেন্যান্স টেকনিশিয়ান- মেকানিক্যাল
শিক্ষাগত যোগ্যতা- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 14 টি
(4) পদের নাম- মেইন্টেন্যান্স টেকনিশিয়ান- ইলেকট্রিক্যাল
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।
শুন্যপদ- 17 টি
(5) পদের নাম- মেইন্টেন্যান্স টেকনিশিয়ান- ইন্সট্রুমেন্টেশন
শিক্ষাগত যোগ্যতা- ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।
শুন্যপদ- 9 টি
(6) পদের নাম- ল্যাব অ্যানালিস্ট
শিক্ষাগত যোগ্যতা- গনিত, ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয় নিয়ে B.Sc ডিগ্রি করা থাকতে হবে। কেমিস্ট্রিতে কমপক্ষে 60% নম্বর থাকতে হবে। অথবা ফার্স্ট ক্লাস (60%) পেয়ে কেমিস্ট্রি বিষয় নিয়ে M.Sc ডিগ্রি কমপ্লিট করতে হবে।
শুন্যপদ- 16 টি
(7) পদের নাম- জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 40% নম্বর পেয়ে সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে।
শুন্যপদ- 18 টি
বেতনঃ উপরের প্রতিটি পদের জন্য প্রতি মাসে 26,000 থেকে 76,000 টাকার মধ্যে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ উপরের সমস্ত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.04.2022 তারিখ অনুযায়ী।
নিয়োগ প্রক্রিয়াঃ নিচের কয়েকটি ধাপে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে-
(1) কম্পিউটার বেসড টেস্ট
(2) স্কিল টেস্ট
(3) মেডিক্যাল বা ফিটনেস টেস্ট
আবেদন প্রক্রিয়াঃ
হিন্দুস্থান পেট্রলিয়াম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। 22 এপ্রিল থেকে অনলাইনে প্রক্রিয়া শুরু হয়েছে যা চালু থাকবে আগামী 21 মে তারিখ পর্যন্ত।
একটু নীচেই আবেদন করার অফিসিয়াল লিংক দেওয়া রয়েছে। ঐ লিংকটিতে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদনকারীকে তার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফিঃ UR, OBC-NC এবং EWS শ্রেনিদের জন্য আবেদন ফি লাগছে 590 টাকা+GST। SC, ST এবং PwBD শ্রেনিদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
অনলাইনে Debit / Credit card/UPI/Net Banking এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 22.04.2022 |
আবেদন শুরু | 22.04.2022 |
আবেদন শেষ | 21.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-