হিন্দুস্থান সল্ট লিমিটেডে অনেকগুলি পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Hindustan Salt Limited various posts recruitment 2023

হিন্দুস্থান সল্ট লিমিটেডে অনেকগুলো শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 03/2023

যে পদে নিয়োগ করা হবে

1. চিফ ম্যানেজার মার্কেটিং / Chief Manager (Marketing)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Marketing Management এ MBA / B Tech ডিগ্রি এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 45 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- প্রার্থীদের 24900-3%-50500 টাকা বেতন দেওয়া হবে।

2. জেনারেল ম্যানেজার / General Manager

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Marketing Management এ MBA / মেকানিক্যাল, সিভিল, মেকানিক্যালে B Tech ডিগ্রি এবং 18 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 52 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- প্রার্থীদের 36600-3%-62000 টাকা বেতন দেওয়া হবে।

3. অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার / Additional General Manager (Works)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Marketing Management এ MBA / মাইনিং এ B Tech ডিগ্রি এবং 16 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 50 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- প্রার্থীদের 32900-3%-58000 টাকা বেতন দেওয়া হবে।

4. ডেপুটি জেনারেল ম্যানেজার / Deputy General Manager (Operations)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Marketing Management এ MBA / মেকানিক্যাল, সিভিল, মেকানিক্যালে B Tech ডিগ্রি এবং 14 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 50 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- প্রার্থীদের 29100-3%-54500 টাকা বেতন দেওয়া হবে।

5. অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর / Assistant Inspector (Production)

শূন্যপদ- এখানে 7 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- B.Sc. ডিগ্রি এবং 1 বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- প্রার্থীদের 8000-3%-20100 টাকা বেতন দেওয়া হবে।

6. এস্টেট অফিসার / Estate Officer (Civil)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- সিভিলে B.Tech + LL.M. /LL.B. ডিগ্রি এবং 10 বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 45 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- প্রার্থীদের 24900-3%-50500 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। www.indiansalt.com ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

SC ছাড়া সকল শ্রেণীর পরীক্ষার্থীদের 2,3 এবং 4 নম্বর পদের জন্য 1000 টাকা, 1 এবং 6 পদের জন্য 750 এবং 5 নং পদের জন্য 250 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 05.11.2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 UPSC এর মাধ্যমে অনেকগুলি পদে চাকরি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 গার্ডেন রিচ শিপবিল্ডারসে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় কৃষি বিভাগে DEO পদে চাকরি, 15 হাজার টাকা মাসিক বেতন

👉 কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ-সি সহ বিভিন্ন পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Previous articleWBPSC এর মাধ্যমে SC, ST, OBC দপ্তরে চাকরি! মাসিক বেতন,আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleকেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here