হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (Hindustan Shipyard Limited) এর অ্যাপ্রেন্টিস নিয়োগের নোটিফিকেশন জারি হল। আপনাকে জানিয়ে দিই, অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1973 অনুযায়ী এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এই নিয়মের অধীনেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন করা হবে।
যেসমস্ত শিক্ষার্থীরা এই অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করবে তাদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড প্রদান করা হবে।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য বয়সের ছাড়ও রয়েছে। এবার আসুন আমরা একে একে জেনে নিই এখানে আবেদনের জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন শুরু ও শেষের তারিখ সহ প্রভৃতি তথ্য।
Hindustan Shipyard Recruitment 2022
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নম্বরঃ passedoutduringNov.2019/2020/2021&2022
নোটিশ প্রকাশের তারিখঃ 16.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
যেসমস্ত ক্যাটেগরিতে নিয়োগ করা হবেঃ
(1) গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (Graduate Apprentice)
(2) টেকনিশিয়ান- ডিপ্লোমা অ্যাপ্রেনটিস (Technician- Diploma Apprentice)
পদের নাম এবং শূন্যপদঃ
(1) পদের নামঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)
মোট শূন্যপদঃ গ্রাজুয়েট 37 টেকনিশিয়ান 33
(2) পদের নামঃ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering)
মোট শূন্যপদঃ গ্রাজুয়েট 09 টেকনিশিয়ান 10
(3) পদের নামঃ সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering)
মোট শূন্যপদঃ গ্রাজুয়েট 02 টেকনিশিয়ান 04
(4) পদের নামঃ CSE/IT
মোট শূন্যপদঃ গ্রাজুয়েট 03 টেকনিশিয়ান 0
(5) পদের নামঃ ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (Electronic & Mechanical Engineer)
মোট শূন্যপদঃ গ্রাজুয়েট 03 টেকনিশিয়ান 02
(6) পদের নামঃ নাভাল আর্কিটেকচার (Naval Architecture)
মোট শূন্যপদঃ গ্রাজুয়েট 37 টেকনিশিয়ান 33
স্টাইপেন্ড/ বেতনঃ
ওপরের সমস্ত অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1992 অনুসারে প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড প্রদান করা হবে।
বয়সসীমাঃ
অফিসিয়াল নোটিশে নির্দিষ্ট বয়সসীমা সম্পর্কে কিছু বলা হয়নি। এটুকু জানা গেছে যে নির্দিষ্ট অ্যাপ্রেন্টিস নিয়ম অনুসারে প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
প্রশিক্ষণের সময়সীমাঃ
অ্যাপ্রেন্টিস নিয়ম অনুসারে প্রার্থীদের 1 বছর ট্রেনিং দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ
এই অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের দুটি ধাপে নির্বাচন করা হবে। সবার প্রথমে মেরিটের উপর নির্ভর করে এবং সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। এরপরে প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট বের করা হবে। সেই লিস্টে যে সমস্ত প্রার্থীদের নাম থাকবে তাদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থানঃ
এই অ্যাপ্রেন্টিস নিয়োগটি অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত হিন্দুস্থান সিপ ইয়ার্ড লিমিটেডে করা হবে।
আবেদন পদ্ধতিঃ
- উপরের সমস্ত অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে নিচে আবেদন করার লিংক দেওয়া হলো। কিভাবে আবেদন করতে হবে জেনে নিন।
- সবার প্রথমে আবেদন করার লিংক থেকে অফিশিয়াল ন্যাশনাল ওয়েব পোর্টালে গিয়ে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- তারপর নিজের দেওয়া আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদনপত্রটি পেয়ে যাবেন।
- আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করে এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 16.09.2022 |
আবেদন শুরু | 16.09.2022 |
আবেদন শেষ | 26.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কলকাতা NUHM সোসাইটিতে 186 শূন্যপদে কর্মী নিয়োগ