HLL লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি, ১৮ এপ্রিল অবধি আবেদন চলবে | HLL Lifecare Recruitment 2023

HLL Lifecare Recruitment 2023

HLL Lifecare Limited (HLL) কোম্পানিটি ভারতের অন্যতম জনপ্রিয় ফার্মা কোম্পানি। এখানে তিন ধরণের ব্রাঞ্চে শূন্যপদ থাকায় নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইমেলের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে হবে প্রার্থীদের। পদের বিবরণ, যোগ্যতা, বেতন এর পরিমান ইত্যাদি যাবতীয় তথ্য জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

HLL কোম্পানিতে নিয়োগের বিস্তারিত তথ্য (HLL Lifecare Recruitment Details)

1. পদের নাম- ডেপুটি ম্যানেজার (Deputy Manager- Operations)

শূন্যপদ – এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – প্রার্থীদের B.Pharm / MBA ডিগ্রির সাথে 5 বছর কোনো ফার্মা কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 25,000 – 45,000 এই পে রেঞ্জের দ্বারা প্রার্থীদের বেতন দেওয়া হবে। চাকরিতে জয়েন করেই প্রার্থীরা নূন্যতম 46050.00 টাকা বেতন বাবদ পাবেন।

নিয়োগের স্থান – প্রার্থীদের Madhya Pradesh / Jammu / Nagpur শহরে নিয়োগ করা হবে।

2. পদের নাম- ম্যানেজার- স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং (Manager- Structural Engineering)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – প্রার্থীদের BE / B.Tech (Civil) এবং ME / M.Tech (Structural Engineering) এ ডিগ্রি থাকআর সাথে সাথে 5 বছর কোনো ফার্মা কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 45 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 30000 – 50000 এই পে রেঞ্জের দ্বারা প্রার্থীদের বেতন দেওয়া হবে। চাকরিতে জয়েন করেই প্রার্থীরা নূন্যতম 58260.00 টাকা বেতন বাবদ পাবেন।

নিয়োগের স্থান – প্রার্থীদের Chennai শহরে নিয়োগ করা হবে। 

3. পদের নাম- সিনিয়র অফিসার- আইটি (Senior Officer- IT)

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে। 

যোগ্যতা – প্রার্থীদের B.Sc (IT) ডিগ্রির সাথে সাথে 8 বছর কোনো ফার্মা কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – 29000 – 115000 এই পে রেঞ্জের দ্বারা প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগের স্থান – প্রার্থীদের Delhi শহরে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

তিনটি পদের জন্যই প্রার্থীদের CV, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণ যেমন সার্টিফিকেট এবং স্যালারি স্লিপ মেল করতে হবে নীচের মেল আইডিতে। সাবজেক্টে লিখতে হবে যে পদের জন্য আবেদন করা হচ্ছে, তার নাম।

আবেদনপত্র পাঠানোর ইমেল

[email protected]

আবেদনের সময়সীমা 

18/04/2023 তারিখ মেলের মাধ্যমে আবেদন জানাবার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ 1: Download

অফিসিয়াল নোটিশ 2: Download

অফিসিয়াল নোটিশ 3: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇