HLL কোম্পানিতে আঞ্চলিক ম্যানেজার পদে চাকরি, বেতন ৫৮ হাজার টাকা | HLL Limited Regional Manager Recruitment

HLL Limited Regional Manager Recruitment

HLL Lifecare Limited (HLL) ভারতের একটি জনপ্রিয় হেলথ কেয়ার কোম্পানি। মূলত গর্ভনিরোধক, হাসপাতালের পণ্য এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে কোম্পানিটি। এখানে আঞ্চলিক ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে চুক্তি ভিত্তিক পদে নিয়োগ করা হবে এখানে। পদের বিবরণ, যোগ্যতা, বেতন সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল, বিস্তারিত জেনে নিন। 

যে পদে নিয়োগ হবে 

রিজিওনাল অফিসার (Regional Manager- CBD)

যে ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ হবে 

কনজিউমার বিজনেস ডিভিশন (Consumer Business Division- CBD)

শূন্যপদ 

মোট 3 টি শূন্যপদ রয়েছে এখানে।

শিক্ষাগত যোগ্যতা 

প্রার্থীদের MBA/ MSW ডিগ্রি থাকার সাথে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। সাথে OTC/ FMGC প্রোডাক্ট বিষয়ে অন্তত 12 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা 

52 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম 

নিয়োগের পরে নূন্যতম 58,260 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগের স্থান 

Delhi/ Mumbai/ Kolkata তে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি 

প্রার্থীদের CV, সমস্ত প্রয়োজনীয় নথি এবং অভিজ্ঞতার সার্টিফিকেট মেল করতে হবে নীচের মেল আইডিতে।

আবেদনপত্র পাঠানোর মেল আইডি

[email protected]

আবেদনের সময়সীমা 

18.04.2023 তারিখের মধ্যে প্রার্থীদের মেল পাঠিয়ে ফেলতে হবে এখানে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇