রাজ্যের জেলায় নতুন আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু হলো

Hooghly District New Asha Karmi Recruitment

কয়েকদিন আগেই আমরা রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে আশা কর্মী নিয়োগের বিষয়ে একটি আপডেট দিয়েছিলাম। ঠিক সেইমতোই একটি জেলার দুটি মহকুমা বা সাব ডিভিশনে আশা কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

শতাধিক শুন্যপদে আশা কর্মী নিয়োগ হওয়ায় অনেক মেয়েরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এইবার আমরা এই আশা কর্মী নিয়োগের বিষয়ে যাবতীয় তথ্য এক এক করে জেনে নেবো।

আবেদন করার আগে কোন জেলার কোন কোন সাব ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, শুন্যপদ কয়টি রয়েছে এবং ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে তা জেনে নিন। 

Hooghly District New Asha Karmi Recruitment

নোটিশ নম্বরঃ  270/C/CGR এবং ৯০৪ 

নোটিশ প্রকাশের তারিখঃ  04.07.2022

পদের নামঃ  আশা কর্মী (ASHA Karmi)

বেতনঃ  প্রতি মাসে 4500 টাকা 

বয়সসীমাঃ  আশা কর্মী পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। ST, SC শ্রেনির মহিলা  প্রার্থীদের বয়স হতে হবে 22 থেকে 40 বছর। বয়সের হিসেব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী। 

শিক্ষাগত যোগ্যতাঃ  মাধ্যমিক পাশ করতে হবে। মাধ্যমিক পাশের বেশি যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই দেখা হবে। 

বিশেষ যোগ্যতাঃ   

  • আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে। 
  • যে গ্রামে নিয়োগ করা হবে আবেদনকারী মহিলাকে ঐ গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

মোট শুন্যপদঃ  108 টি  

শূন্যপদের বিন্যাসঃ

  • চন্দননগর মহকুমা- 68 টি 
  • সদর মহকুমা- 40 টি 

নিয়োগের স্থানঃ  হুগলী জেলার চন্দননগর এবং সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রামে নিয়োগ করা হবে। কোন ব্লকের কোন কোন গ্রামে নিয়োগ করা হবে তা অফিসিয়াল নোটিশের শেষের পেজে বিস্তারিত লেখা রয়েছে। 

নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি মোবাইলে ডাউনলোড করে এগুলি দেখে নিতে পারেন।  

নিয়োগ প্রক্রিয়াঃ  মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা  হবে। 

আবেদন প্রক্রিয়াঃ  ইচ্ছুক এবং যোগ্য মহিলা প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশে আবেদন করার জন্য ফর্ম দেওয়া আছে। প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে A4 পেজে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে। 

এরপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। ফর্ম পূরন করা হলে বেশ কিছু দরকারি নথিপত্রের জেরক্স ঐ আবেদন করার ফর্মের সাথে জুড়ে দিতে হবে। তারপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরে নির্দিষ্ট ব্লক/ বিডিও অফিসে জমা করে আসতে হবে। 

আবেদনপত্রের সাথে যেসমস্ত নথিপত্র দিতে হবেঃ 

(1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 

(2) ৫ টাকার ডাক টিকিটসহ নিজের নাম ও ডাকযোগের নাম

(3) ভোটার কার্ড অথবা রেশন কার্ড 

(4) কাস্ট সার্টফিকেট (ST, SC, OBC দের ক্ষেত্রে)

(5) 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী ভোটার লিস্টের জেরক্স 

(6) শিক্ষাগত যোগ্যতার (মাধ্যমিকের) মার্কশিট এবং সার্টিফিকেট

(7) বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট, বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে আদালত থেকে প্রাপ্ত বিবাহ বিচ্ছেদের কাগজ।  

আবেদন ফিঃ  আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগছে না। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  04.07.2022
আবেদন শুরু  05.07.2022
আবেদন শেষ 25.07.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশ ও আবেদন করার ফর্ম

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-