প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটি চাকরির আপডেট নিয়ে হাজির। আজকের নিয়োগের আপডেটটি পাওয়া গেছে রাজ্যের যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে। বয়েজ হোস্টেলে ‘হোস্টেল সুপারিনটেনডেন্ট’ পদে লোক নিয়োগ করা হবে। যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই শুধুমাত্র ছেলে প্রার্থীরা আবেদন করতে পারবে। নিচে এই চাকরির বিষয়ে সব কিছু জানানো হয়েছে।
নোটিশ নম্বরঃ A2/C/1/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 27.01.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ হোস্টেল সুপারিনটেনডেন্ট (Hostel Superintendent)
বেতনঃ প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য চাকরিপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 55 বছরের কম হতে হবে। SC, ST শ্রেনিরা 5 বছরের এবং OBC শ্রেনিরা 3 বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শুন্যপদঃ 1 টি
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল। ১ বছরের জন্য কাজে নিয়োগ করা হলেও এক বছর পর কাজের সময়সীমা বাড়ানো হবে। (প্রয়োজন এবং আশাপ্রদ কাজের ভিত্তিতে চাকরির সময়সীমা বাড়ানো হবে)।
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে হবে। (আপনার সুবিধার জন্য আবেদন করার ফর্মের (PDF) ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে)। ফর্মটি ডাউনলোড করে নিন।
Step-2 আবেদন করার ফর্মের PDF টি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 ফর্মটি আবেদনকারীকে তার সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 ফর্মটির সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের জেরক্স সংযুক্ত করতে হবে।
Step-5 তারপর আবেদনপত্র সহ সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরতে হবে।
Step-6 সবশেষে আবেদনপত্র সহ ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় স্পীড পোষ্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata – 700032.
আবেদন ফিঃ
250 টাকা। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে। আবেদন ফি জমা করতে হবে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। (নিচে আবেদন ফি জমা করার অফিসিয়াল লিংক দেওয়া আছে)।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 27.01.2022 |
আবেদন শুরু | 27.01.2022 |
আবেদন শেষ | 21.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের স্বাস্থ্য দপ্তরে PMW পদে কর্মী নিয়োগ
- রাজ্যে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে চাকরি
- রাজ্যে বেঞ্চ ক্লার্ক পদে কর্মী নিয়োগ