কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে একটার পর একটা নতুন নতুন চাকরির আপডেট ক্রমশ প্রকাশিত হয়েই চলেছে। সম্প্রতি বাকুড়া জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটের তরফ থেকে হাউস ফাদার এবং হাউস কিপার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
বাকুড়া জেলাতে নিয়োগ করা হলেও এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের ২৩ জেলার চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে।
প্রথমেই জানিয়ে রাখা ভালো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে করা হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদন কিভাবে করতে হবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত, বেতন কত দেওয়া হবে, মোট শূন্য পদের সংখ্যা কটি, নিয়োগ কিভাবে হবে ইত্যাদি যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আজকের প্রতিবেদন। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
House Father and Housekeeper Recruitment in Bankura
নোটিশ নম্বরঃ 537/DCPS/BNK
নোটিশ প্রকাশের তারিখঃ 20.09.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ হাউস ফাদার (House Father)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 12,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোন পরীক্ষা পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ হাউস কিপার (Housekeeper)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য কোন পরীক্ষা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
নিয়োগ পদ্ধতিঃ
প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।
- Written Examination – 80 Marks
- Viva-Voce – 20 Marks
লিখিত পরীক্ষার সিলেবাসঃ
- English – 20 Marks
- GK & Current Affairs – 30 Marks
- Math & Reasoning – 30 Marks
আবেদন পদ্ধতিঃ
এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট bankura.gov.in এ গিয়ে সবাইকে আবেদন করতে হবে।
প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
লগইন করার পর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে যথাযথভাবে আবেদন পত্রটিকে পূরণ করতে হবে।
আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে সমস্ত দরকারি নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করে নিতে হবে।
আবেদন করার সময় খেয়াল রাখতে হবে আপলোড করা ফটো JPEG ফরম্যাটে থাকতে হবে এবং এর সাইজ 30 Kb মধ্য হতে হবে। সিগনেচারের সাইজ 10 Kb মধ্যে হতে হবে।
যে সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করতে হবেঃ
- দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- সিগনেচার।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 20.09.2022 |
আবেদন শুরু | 28.09.2022 |
আবেদন শেষ | 21.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরে চাকরি