রেলের টিকিট কালেক্টর কিভাবে হওয়া যায়? শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

How to become railway ticket collector in a Bengali

ভারতীয় রেলেওয়েতে চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পদ রয়েছে রেলে। কিন্তু একেবারে নূন্যতম যোগ্যতায় পাওয়া যায় এমন একটি সম্মানজনক পোস্ট হল ‘টিকিট কালেক্টর’ (TC) পদটি। আকর্ষণীয় বেতনের সাথেই রেলওয়ে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধাও দেওয়া হয়।

এই টিকিট কালেক্টর পদে চাকরি করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এখানে কীভাবে নিয়োগ করা হয় প্রার্থীদের, পরীক্ষার ধরণ সহ সমস্ত বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে জানানো হল।

পোষ্টের নাম

রেলওয়ে টিকিট কালেক্টর (TC)

মাসিক বেতন

এই পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে 9,300 থেকে 34,800 টাকার মধ্যে, সঙ্গে থাকে 4,600 টাকার গ্রেড পে।

শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে থাকলেই এই পোষ্টের জন্য আবেদন করা যাবে। তবে উচ্চ শিক্ষিতরাও এই পোষ্টের জন্য আবেদন করতে পারেন।

বয়সসীমা

টিকিট কালেক্টর পোষ্টের জন্য আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে SC, ST দের বয়স হতে হবে 18-32 বছর এবং  OBC দের বয়সসীমা হতে হবে 18-30 বছর।

নিয়োগ প্রক্রিয়া

টিকিট কালেক্টর পোষ্টের নিয়োগ প্রক্রিয়াতে মোট 3 টি ধাপ থাকে, যা নিম্নরূপ

1. লিখিত পরীক্ষা

2. ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশন

3. মেডিক্যাল টেস্ট

পরীক্ষার সিলেবাস

রেলওয়ে টিকিট কালেক্টর চাকরির ক্ষেত্রে যে লিখিত পরীক্ষাটি নেওয়া হয়, তার পূর্ণমাণ থাকে 120 নম্বরের। মোট 90 মিনিটের পরীক্ষা হয়। পরীক্ষার সিলেবাসে থাকে।

  • General Awareness
  • General Intelligence and Reasoning
  • Arithmetic
  • Technical Ability এবং General Science 

চলতি বছরের শেষের দিকে রেলওয়ে টিকিট কালেক্টর এবং রেলের অন্যান্য পোষ্টের চাকরির নোটিশ প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে। এই সম্পর্কিত কোনো রকম নোটিশ প্রকাশিত হলেই আমরা আপনাদের কাছে তা পৌঁছে দেবো।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে 2409 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসে নিয়োগ

👉 7547 টি শূন্যপদে SSC কনস্টেবল চাকরির বিজ্ঞপ্তি

👉 রাজ্যে CNMC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

👉 টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক, গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ

👉 ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি

Previous articleSBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, 21 সেপ্টেম্বর অবধি অনলাইনে আবেদন চলবে | SBI Recruitment 2023
Next articleরাজ্যে নতুন করে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! বাড়ানো হচ্ছে বয়সসীমা | New Civic Volunteer Recruitment in West Bengal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here