WBP সাব ইন্সপেক্টর (SI) কিভাবে হওয়া যায়? সাব ইন্সপেক্টর (SI) এর ডিউটি, বেতন, যোগ্যতা

How to Become WBP Sub Inspector SI in Bengali

WBP সাব ইন্সপেক্টর কিভাবে হওয়া যায়, WBP SI কিভাবে হবো, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর (SI) হতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হবে ইত্যাদি প্রশ্নগুলি চাকরিপ্রার্থীদের মাথায় ঘুরপাক খায়। আমাদের ট্রেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসআপে অনেকেই WBP সাব ইন্সপেক্টর চাকরি সম্পর্কে জানতে চায়।

আপনিও যদি WBP SI সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি একদম আপনার জন্য। আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরির জন্য কি যোগ্যতা লাগে, মাসিক বেতন কত করে পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হয় এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানবো।

আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, ছেলে এবং মেয়ে উভয়েই WBP সাব ইন্সপেক্টর (SI) চাকরির পদের জন্য আবেদন করতে পারে। তবে পুরুষদের জন্য শুন্যপদের সংখ্যা বেশি থাকে এবং মহিলাদের জন্য শুন্যপদের সংখ্যা কম থাকে।

আর একটি কথা না বললেই না, পশ্চিমবঙ্গে এই মুহুর্তে WBP কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়মিত হচ্ছে। বাকী অন্যান্য চাকরি গুলির জন্য কয়েক বছর নতুন কোনো নিয়োগ হয়নি। 

তাই যারা পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা আগামী দিনে প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য চাকরি পাওয়ার ভালো সুযোগ রয়েছে।

আর বেশি কথা না বাড়িয়ে এইবার আমরা WBP পুলিশ সাব ইন্সপেক্টর (SI) চাকরির বিষয়ে এক এক করে সমস্ত কিছু জেনে নেবো। এই চাকরি করার জন্য নিচের তথ্য গুলি ভালো ভাবে জেনে রাখা একান্তই দরকার।

বিষয় সূচীঃ-

WBP সাব ইন্সপেক্টর (SI) কিভাবে হওয়া যায়?

WBP সাব ইন্সপেক্টর চাকরির জন্য নির্দিষ্ট শারীরিক মাপ, শারীরিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। আর এগুলি থাকলেই একজন পুরুষ এবং মহিলা সাব ইন্সপেক্টর চাকরির জন্য আবেদন করতে পারেন। সেইসাথে নিয়মিত সিলেবাস অনুযায়ী রেগুলার পড়াশোনা, শরীরচর্চা, দৌড় ইত্যাদি দেওয়ার প্রয়োজন।

যদি কেউ সত্যিই WBP সাব ইন্সপেক্টর চাকরি করতে চায় বা এই চাকরি করার জন্য সিরিয়াস হয় তাহলে তাকে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর থেকেই নিয়ম করে এই চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার দরকার। 

এমনটা করলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই সে অন্যান্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকে। অনেকেই একটা কমন ভুল করে। সেটা হল, WBP সাব ইন্সপেক্টর বা SI চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এটা ঠিক না। কেননা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে পরীক্ষা পর্যন্ত সময় খুব বেশি থাকেনা।

চলুন তাহলে এইবার আমরা জেনে নিই, WBP সাব ইন্সপেক্টর বা SI চাকরিতে কি কি ডিউটি থাকে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে, মাসিক বেতন কত করে পাওয়া যায়, শারীরিক মাপ কি লাগে, পরীক্ষা কয়টি ধাপে হয়, পরীক্ষার সিলেবাস কেমন হয় ইত্যাদি সম্পর্কে।

WBP সাব ইন্সপেক্টর-SI এর কাজ বা ডিউটি (WBP Sub Inspector- SI Duty)

পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর দের অনেক কাজ বা ডিউটি করতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ন কয়েকটি ডিউটি সম্পর্কে আমরা নিচে উল্লেখ করলাম। 

(1) ইনভেস্টিগেশন (Investigation)- বিভিন্ন অপরাধমূলক কেসের ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে একটি তদন্ত শেষ হওয়ার আগেই নতুন একটি ইনভেস্টিগেশন বা তদন্তের দায়িত্বও দেওয়া হয় ঐ একই সাব ইন্সপেক্টরকে। 

(2) প্যাট্রোলিং ডিউটি (Patrolling Duty)- এক্ষেত্রে গাড়ি নিয়ে কোনো একটি এলাকা পরিদর্শন করতে হয়। কোনো জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সাব ইন্সপেক্টরকে সেই এলাকার প্যাট্রোলিং এর ডিউটি করতে হয়। 

(3) কমিউনিটি পলিসিং (Community Policing)- সেফ ড্রাইভ সেভ লাইফ এর মতো বিভিন্ন জনসচেতনামূলক কর্মসূচী চালাতে হয় এবং অংশগ্রহন করতে হয়। 

(4) যেকোনো ধরনের বড়ো অনুষ্ঠান, দূর্গাপূজা, বইমেলা ইত্যাদিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। সাব ইন্সপেক্টর তার অধীনে কয়েকজন পুলিশকে নিয়ে কোনো অনুষ্ঠানে ডিউটি করে। 

WBP সাব ইন্সপেক্টর-SI চাকরির যোগ্যতা (WBP Sub Inspector- SI Eligibility Criteria) 

সরকার স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করা থাকলেই পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) সাব ইন্সপেক্টর (SI) চাকরির জন্য আবেদন করতে পারা যায়।

কোনো বিষয়ে অনার্স কিংবা জেনারেল কোর্স উভয়েই গ্র্যাজুয়েশন পাশ করলেই WBP সাব ইন্সপেক্টর চাকরির জন্য আবেদন করা যায়। 

সেইসাথে আবেদনকারীকে বাংলা ভাষায় কথা বলতে, লিখতে এবং পড়তে পারতে হবে। তবে পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হয় না। 

WBP সাব ইন্সপেক্টর-SI চাকরির বেতন (WBP Sub Inspector- SI Salary)

WBP SI বা সাব ইন্সপেক্টর চাকরির ক্ষেত্রে পে লেভেল 10 অনুযায়ী প্রতি মাসে 32,100 থেকে 82,900 টাকা করে বেতন দেওয়া হয়। 

WBP সাব ইন্সপেক্টর-SI চাকরির বয়সসীমা (WBP Sub Inspector-SI Age Limit)

ক্যাটেগরি  বয়সসীমা  বয়সের ছাড় 
General  20-27 বছর  ———
SC/ST 20-32 বছর 5 বছর
OBC 20-30 বছর 3 বছর

WBP সাব ইন্সপেক্টর-SI নিয়োগ প্রক্রিয়া (WBP Sub Inspector-SI Recruitment Process)

প্রিলি পরীক্ষা সহ আরো বেশ কিছু পরীক্ষার মাধ্যমে WBP SI চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এগুলি হল- 

(1) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (Preliminary Exam)- 200 নম্বর

(2) শারীরিক মাপের পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষা (PMT & PET)

(3) মেন লিখিত পরীক্ষা (Main Exam)- 200 নম্বর 

(4) পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ (Personality Test Or Interview)- 30 নম্বর 

WBP সাব ইন্সপেক্টর-SI পরীক্ষার সিলেবাস (WBP Sub Inspector-SI Exam Syllabus)

পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হিসেবে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা নেওয়া হয়। তাই নিচে WBP SI প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার সিলেবাস সম্পর্কে উল্লেখ করা হল। 

WBP সাব ইন্সপেক্টর-SI প্রিলিমিনারি সিলেবাস (WBP Sub Inspector-SI Preliminary Syllabus) 

মোট 200 নম্বরের প্রিলি পরীক্ষা নেওয়া হয়, যাতে সময়সীমা থাকে 90 মিনিট বা দেড় ঘন্টা। 

বিষয়  প্রশ্ন সংখ্যা নম্বর 
1. জেনারল স্টাডিজ  50 100
2. রিজনিং  25 50
3. গণিত  25 50
মোট  100 200

WBP সাব ইন্সপেক্টর-SI মেন সিলেবাস (WBP Sub Inspector-SI Main Syllabus)

মোট 200 নম্বরের মেন পরীক্ষা নেওয়া হয়, যাতে মোট সময়সীমা থাকে 4 ঘন্টা।

পেপার  বিষয়  নম্বর
পেপার 1
  1. জেনারেল স্টাডিজ
  2. রিজনিং
  3. গণিত 
100
পেপার 2 ইংরেজি  50
পেপার 3 বাংলা/হিন্দি/উর্দু/নেপালি  50
মোট  200

WBP সাব ইন্সপেক্টর-SI শারীরিক মাপ (WBP Sub Inspector-SI Physical Measurement Test) 

1. আন আর্মড (Unarmed- UB)- পুরুষদের ক্ষেত্রে 

শ্রেনি উচ্চতা (cm) বুকের মাপ (cm) ওজন (kg)
1. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে 167 79 সেমি, সেইসাথে 5 সেমি ফোলানোর ক্ষমতা।  56
2. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে। 160 76 সেমি, সেইসাথে 5 সেমি ফোলানোর ক্ষমতা।  52

2. আন আর্মড (Unarmed- UB)- মহিলাদের ক্ষেত্রে 

শ্রেনি উচ্চতা (cm) ওজন (kg)
1. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে 160 48
2. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে। 155 45

3. আর্মড ব্র্যাঞ্চ (Armed Branch- AB)- শুধুমাত্র পুরুষদের জন্য

শ্রেনি উচ্চতা (cm) বুকের মাপ (cm) ওজন (kg)
1. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে 173 86 সেমি, সেইসাথে 5 সেমি ফোলানোর ক্ষমতা।  60
2. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে। 163 81 সেমি, সেইসাথে 5 সেমি ফোলানোর ক্ষমতা।  54

শারীরিক দক্ষতার (মাঠ) পরীক্ষা (WBP Sub Inspector-SI Physical Efficiency Test) 

পোষ্ট  দৌড় সময় 
পুরুষদের ক্ষেত্রে (UB এবং AB)  800 মিটার  3 মিনিট
মহিলাদের ক্ষেত্রে  400 মিটার  2 মিনিট

WBP সাব ইন্সপেক্টর-SI আবেদন ফি (WBP Sub Inspector-SI Application Fee)

(1) পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনি ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 270 টাকা। 

(2) পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনির চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে 20 টাকা। 

WBP সাব ইন্সপেক্টর-SI চাকরির আবেদন প্রক্রিয়া (WBP Sub Inspector-SI Application Process) 

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে WBP সাব ইন্সপেক্টর (SI) চাকরির জন্য আবেদন করতে হয়। পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর (WBP SI) চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে WBPRB এর ওয়েবসাইটে। 

আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর (SI) চাকরির নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আমাদের ওয়েবসাইট kajkarmo.com-এ আপডেট দিয়ে জানিয়ে দেবো। 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

এগুলোও পড়ুন-