অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে জানিয়েছেন WBP কনস্টেবল মেন পরীক্ষার জন্য ভালো বই কোনটি।
ইতিমধ্যেই WBP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেকেই এই পরীক্ষায় পাশ করেছে।
তাদের সকলকেই কাজকর্ম ডটকম (kajkarmo.com) এর তরফ থেকে আন্তরিক অভিনন্দন। যারা প্রিলি পরীক্ষায় পাশ করেছে তাদের মেন পরীক্ষার জন্য এখন থেকেই আরো ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার।
আজকে আমরা এমন একটি বই সম্পর্কে আপনাকে জানাবো যেটা থেকে WBP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাতে 56 টির বেশি প্রশ্ন কমন এসেছে।
দারুন বিষয় হচ্ছে, এই বইটি পড়েই কয়েক হাজার ছাত্র-ছাত্রী WBP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছে। আর বেশি না বকে এইবার বইটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
বই এর পরিচিতি
বইয়ের নাম: Constable & SI 2 in 1 Suggestion
লেখকের নাম: দেবজ্যোতি রায়
লেখক এর পরিচিতি: দেবজ্যোতি রায় বর্তমানে সাকোয়া জি.সি হাই স্কুল (HS) এর সহ শিক্ষক। ইনি ১৫ বছরেরও বেশি সময় ধরে Competitive বা প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর সঙ্গে যুক্ত রয়েছেন।
পাবলিকেশনের নামঃ এক্সাম বাংলা পাবলিকেশন (Exam Bangla Publication)
বইয়ের সংস্করণ: দ্বিতীয় সংস্করণ (2nd Edition)
কারা এই বইটি কিনতে পারে?
পশ্চিমবঙ্গের বেশ কিছু চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে এই বইটি লেখা হয়েছে। যেসমস্ত চাকরির পরীক্ষার জন্য এই বইটি নিতে পারবেন সেগুলি হল-
- WBP Constable Main Exam
- WBP Constable Preliminary Exam
- Kolkata Police SI Preliminary Exam
- WBP SI Preliminary Exam
- Kolkata Police Constable Preliminary Exam
- Kolkata Police Constable Main Exam
কেন এই বইটি কিনবেন?
১. WBP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাতে এই বই থেকে 56 টির বেশি প্রশ্ন কমন এসেছে।
২. WBP সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষায় বইটি থেকে 40 টির বেশি প্রশ্ন কমন এসেছে।
৩. এমনকি, WBCS প্রিলিমিনারি পরীক্ষাতেও এই বই থেকে 42 টি প্রশ্ন সরাসরি কমন এসেছে (জেনারেল নলেজ থেকে)।
বইটি কিভাবে পাবেন?
সরাসরি অনলাইনে বইটি অর্ডার করতে পারবেন। বইটি কেনার Direct লিংক আমরা নিচে দিয়েছি। লিংকে ক্লিক করে বইটিকে Add to Cart করতে হবে। তারপর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি তথ্য গুলো দিয়ে দেবেন এবং শেষে পেমেন্ট করে দিলেই বইটি অর্ডার হয়ে যাবে।
বই অর্ডার দেওয়ার 5 থেকে 6 দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। টাকা দিয়ে অর্ডার করার পর বই পাবো কি পাবো না এ বিষয়ে নিশ্চিন্তে থাকুন।
Flipkart বা Amazon থেকে কোনো কিছু অর্ডার করার পর যেভাবে জিনিস আপনি হাতে পেয়ে যান ঠিক সেভাবেই বইটি হাতে পেয়ে যাবেন।
আপনাকে আরো জানিয়ে রাখি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের অনেক চাকরির পরীক্ষার্থী বইটি অর্ডার করেছে। অনেকে তো এই বই পড়ে WBP কনস্টেবল প্রিলি পরীক্ষাও পাশ করেছে।
কিভাবে বইটি অর্ডার করবেন দেখুনঃ
বইটি অর্ডার করতে চাইলে নিচের Buy Now লিংকে ক্লিক করুন-
বইটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এবং অর্ডার করতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন- 8372857529
Constable & SI 2 in 1 Suggestion Book Customer Feedback
Constable & SI 2 in 1 Suggestion Book Customers Feedback.
Collect Now- https://t.co/RMMxnHicin#kajkarmo pic.twitter.com/eCkPGiXf4O
— Kaj Karmo- কাজকর্ম (@KajKarmo) March 18, 2022
Constable & SI 2 in 1 Suggestion Book Review