পেট্রোল পাম্প কিভাবে খোলা যাবে? যে কেউ চাইলেই খুলতে পারবে | How to Start Petrol Pump in Bengali

How to Start Petrol Pump in Bengali

How to Start a Petrol Pump: বর্তমান সময়ের একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হল পেট্রোল পাম্পের ব্যবসা (Petrol Pump Business)। দেশের যে কোনো মানুষই চাইলে পেট্রোল পাম্পের মালিক হতে পারেন। এর জন্য অবশ্য কিছু যোগ্যতার প্রয়োজন হয়, তবে তা পূরণ করা দূরহ কিছু নয়।

আজকের এই প্রতিবেদনে একটি পেট্রোল পাম্প খুলতে গেলে কত টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে, জমির পরিমাণ কতটা লাগে ইত্যাদি সমস্ত বিষয়ে আলোকপাত করা হয়েছে।

পেট্রোল পাম্প খোলার জন্য দরকারি যোগ্যতা

ভারতে পেট্রোল পাম্প খোলার লাইসেন্স দেয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি তেল সংস্থাগুলি যেমন – BPCL, HPCL, IOCl, Reliance, Essar Oil ইত্যাদি।
পেট্রোল পাম্প খুলতে চাইলে প্রথম যে শর্তটি পূরণ করতে হয়, তা হল বয়স। 21 থেকে 55 বছর বয়সী যেকোনও ভারতীয় নাগরিক নিজের পেট্রোল পাম্প খোলার জন্য আবেদন করতে পারেন।

এবার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আসে। এক্ষেত্রে, যদি কোনও ব্যক্তি শহরাঞ্চলে পেট্রোল পাম্প খুলতে চান, তবে তাঁকে নূন্যতম 12 বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। অপরদিকে, গ্রামে পেট্রোল পাম্প খুলতে চাইলে নূন্যতম 10 বা মাধ্যমিক পাশ হতে হবে

পেট্রোল পাম্প খুলতে কত টাকা বিনিয়োগ করতে হবে?

দীর্ঘ মেয়াদযুক্ত লাভজনক ব্যবসা হওয়ার ফলে স্বাভাবিকভাবেই এখানে এককালীন বিনিয়োগের অঙ্কটি একটু বেশি। যেসব ব্যক্তিরা গ্রামীণ এলাকায় পেট্রোল পাম্প খুলতে চান, তাঁদেরকে প্রায় 15 লাখ টাকা বিনিয়োগ করতে হবে। আবার শহরাঞ্চলে পেট্রোল পাম্প খোলার জন্য 30 থেকে 35 লাখ টাকা অবধি বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে।

পেট্রোল পাম্পের জন্য অনুমতি মিলবে কীভাবে?

এই ব্যাপারে Indian Oil -এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, পেট্রোলিয়াম কোম্পানিগুলি কেবলমাত্র নিজেদের ফিড টিমের গবেষণার ভিত্তিতে যে কোনও জায়গাতেই আউটলেট খোলার অনুমতি দিতে পারে। তাই জমি নিয়ে বিশেষ কড়াকড়ির ব্যাপার নেই এখানে।

পেট্রোল পাম্প খোলার জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ

পেট্রোল পাম্প যেহেতু বড়ো হয়, তাই এখানে বেশ অনেকটা জমি লাগে। যদি আবেদনকারীর নিজস্ব জমি থাকে, তবে কোনো সমস্যাই নেই। কিন্তু জমি না থাকলে আবেদনকারীকে জমি লিজ নিতে হবে।

সাধারণ ভাবে একটি পেট্রোল পাম্প খুলতে 800 থেকে 1200 স্কোয়্যার ফুট জায়গার প্রয়োজন হয়ে থাকে। যদি শহর বা গ্রামের মধ্যে পাম্প খুলতে চান, তবে 800 স্কোয়্যার ফুট জায়গা লাগবে। অন্যদিকে, কোনও হাইওয়ের পাশে এই পেট্রোল পাম্প খুলতে হলে কমপক্ষে 1200 স্কোয়্যার ফুট জায়গা থাকা অবশ্য প্রয়োজন।

পেট্রোল পাম্পের জন্য আবেদন কীভাবে করবেন?

নিকটবর্তী পেট্রোল পাম্প এবং সরকারি, বেসরকারি সমস্ত তেল সংস্থারগুলির অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাপারে বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous articleRBI-তে চাকরির নিয়োগের প্রক্রিয়া শুরু হলো, যোগ্য প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করুন | RBI Recruitment 2023
Next articleগ্রুপ-সি সুপারভাইজার পদে চাকরি, ৩০ হাজার টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here