বেঞ্চ ক্লার্ক, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি

howrah bench clerk recruitment

হাওড়া জেলার ডিএম অফিসের তরফ থেকে ইতিমধ্যেই একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  জেলার শিশু সুরক্ষা দপ্তরে গ্রুপ ডি শূন্যপদে বেঞ্চ ক্লার্ক, নাইট গার্ড প্রভৃতি নিয়োগ করা হবে।

এখানে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন ফি লাগবে না। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

এখানে আবেদনের যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

howrah bench clerk recruitment

নোটিশ নম্বরঃ 499/DCPS/HOW

নোটিশ প্রকাশের তারিখঃ 01.06.2022 

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1)পদের নামঃ বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) 

বেতনঃ প্রতি মাসে বেতন হিসাবে 14700 টাকা দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

মোট শূন্যপদঃ  01 টি। 

(2)পদের নামঃ অর্ডারলি (Orderly)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে 7000 টাকা বেতন দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

মোট শূন্যপদঃ 01টি

(3)পদের নামঃ নাইট গার্ড (Night Guard) 

বেতনঃ এই পদের জন্য প্রতি মাসে 7000 টাকা বেতন দেয়া হবে

শিক্ষাগত যোগ্যতাঃ নাইট গার্ড পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

বয়সসীমাঃ উপরিউক্ত সমস্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে থাকতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ
  1. বেঞ্চ ক্লার্ক পদের জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটারে টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
  2. অর্ডারলি পদের জন্য সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে
  3. নাইট গার্ড পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
  1. আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে।
  2. উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবেনা
  3. নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  4. আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  5. আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যোগ করতে হবে।
  6. নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. বয়সের প্রমাণপত্র।
  2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  3. জাতিগত শংসাপত্র।
  4. অভিজ্ঞতা শংসাপত্র।
  5. বসবাসের শংসাপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ 

Office of the District Magistrate, Social Welfare Section, Old Collectorate Building, 1 Rishi Bankim Chandra Road, Howrah – 711101

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 01.06.2022
আবেদন শুরু 01.06.2022
আবেদন শেষ 21.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-