হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 50 হাজার টাকা | HPCL Recruitment 2023

HPCL Recruitment 2023

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) তরফে অনেক গুলো শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. মেকানিক্যাল ইঞ্জিনিয়ার / Mechanical Engineer

শূন্যপদ- এখানে 57 টি শূন্যপদ রয়েছে।

(2) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার / Electrical Engineer

শূন্যপদ- এখানে 16 টি শূন্যপদ রয়েছে।

(3) ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার /Instrumentation Engineer

শূন্যপদ- এখানে 36 টি শূন্যপদ রয়েছে।

(4) সিভিল ইঞ্জিনিয়ার / Civil Engineer

শূন্যপদ- এখানে 18 টি শূন্যপদ রয়েছে।

(5) কেমিক্যাল ইঞ্জিনিয়ার / Chemical Engineer

শূন্যপদ- এখানে 43 টি শূন্যপদ রয়েছে।

(6) সিনিয়র অফিসার – সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন / Senior Officer –City Gas Distribution

শূন্যপদ- এখানে 10 টি শূন্যপদ রয়েছে।

(7) সিনিয়র অফিসার – LNG Business / Senior Officer -LNG Business

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(8) Senior Officer/ Assistant Manager –Biofuel Plant Operations

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(9) Senior Officer/ Assistant Manager – CBG Plant Operations

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(10) Senior Officer- Sales (Retail/ Lubes/ Direct Sales/ LPG)

শূন্যপদ- এখানে 30 টি শূন্যপদ রয়েছে।

(11) Senior Officer/ Assistant Manager – Non-Fuel Business

শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(12) Senior Officer -EV Charging Station Business

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(13) Fire & Safety Officer –Mumbai Refinery

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(14) Fire & Safety Officer – Visakh Refinery

শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।

(15) Quality Control (QC) Officers

শূন্যপদ- এখানে 15 টি শূন্যপদ রয়েছে।

(16) Chartered Accountants

শূন্যপদ- এখানে 16 টি শূন্যপদ রয়েছে।

(17) Law Officers

শূন্যপদ- এখানে 5 টি শূন্যপদ রয়েছে।

(18) Law Officers-HR

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(19) Medical Officer

শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(20) General Manager(O/o Company Secretary)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(21) Welfare Officer –Mumbai Refinery

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে মোট 21 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

বেতনক্রম

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 50000 টাকা থেকে সর্বোচ্চ 280000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার টেস্ট, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.hindustanpetroleum.com/careers এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

GEN, OBC, EWS প্রার্থীদের 1180 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু 18/08/2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 18/09/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 মাধ্যমিক পাশে রাজ্যের হোস্টেলে গ্রুপ-D পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন

👉 রাজ্যে CMOH এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

👉 ভারতীয় আয়কর বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

👉 BECIL এ গ্রুপ-C DEO পদের চাকরি, মাসিক বেতন 17 হাজার 498 টাকা 

👉 রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleরাজ্যে 762 টি শূন্যপদে স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করুন
Next articleফুড SI এর দুর্নীতি আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত PSC কমিশনের, এইভাবে প্রশ্ন করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here