HSCC তে ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 60 হাজার টাকা | HSCC Recruitment 2023

HSCC Manager Recruitment 2023

Hospital Services Consultancy Corporation Limited (HSCC) লিমিটেডে ম্যানেজার সহ বেশ কয়েক ধরণের পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের মধ্যে অথবা বাইরে পোস্টিং দেওয়া হবে। দেশের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- HSCC/RECT/2023/2

1. ম্যানেজার / Manager

শূন্যপদ- এখানে মোট 6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা MBA অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সাথে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 37 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 60,000-1,80,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. সিনিয়র ম্যানেজার / Senior Manager

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা MBA অথবা কোম্পানি সেক্রেটারি পরীক্ষাতে পাশ হতে হবে। সাথে 14 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 41 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 70,000-2,00,000 টাকা করে বেতন দেওয়া হবে।

3. ডেপুটি ম্যানেজার / Deputy Manager

শূন্যপদ- এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা MBA অথবা বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা ল নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সাথে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 33 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 50,000-1,60,000 টাকা করে বেতন দেওয়া হবে।

4. এক্সিকিউটিভ / Executive

শূন্যপদ- এখানে মোট 13 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংঅথবা MBA অথবা বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা ল নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 30,000-1,20,000 টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.hsccltd.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

SC/ST/PWD ছাড়া সকল পরীক্ষার্থীকে 1,000 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

15/09/2023 তারিখের মধ্যে এখানে অনলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 SBI ব্যাঙ্কে 6160 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

👉 NITTTR তে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি জারি

👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে 2409 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসে নিয়োগ

👉 7547 টি শূন্যপদে SSC কনস্টেবল চাকরির বিজ্ঞপ্তি

👉 রাজ্যে CNMC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Previous article2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি
Next articleUPSC তে 10 ধরণের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 14 সেপ্টেম্বরের পর্যন্ত অনলাইনে আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here