নয়া ঘোষণা রাজ্যের স্কুল শিক্ষা দফতরের। এবার বদল আসতে চলেছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। রাজ্যের স্কুলগুলিকে পড়াশোনার ক্ষেত্রে আরও উন্নত করে তোলার লক্ষ্যে এবার চালু করা হবে ‘হাবস অফ লার্নিং’ (Hubs of Learning)। বেসরকারি স্কুলগুলির সাথে তাল মেলাতে এমনই অভিনব পরিকল্পনা করেছে স্কুল শিক্ষা দফতর।
ইতিমধ্যেই হাবস অফ লার্নিং চালু করার জন্য সরকারের তরফে নির্দেশনা ইস্যু করার প্রক্রিয়া চালু হয়ে গেছে। রাজ্যের সমস্ত স্কুলগুলিতেই যাতে এবার থেকে সমান ভাবে পড়াশোনা হয় সেই উদ্দেশ্যেই এই নতুন ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর।
সূত্রের খবর অনুযায়ী, প্রথমে কলকাতার মোট 70 টি স্কুলে চালু করা হবে হাব অফ লার্নিং। রাজ্যের সরকারি স্কুলগুলিতে পড়াশোনার মান খারাপ এমন অভিযোগ আকছার শুনতে পাওয়া যায়। এই দুর্নাম দূর করার লক্ষ্যেই হাবস অফ লার্নিং চালু করা হবে। এর ফলে সরকারি স্কুলগুলিতে উন্নত হবে ধারাবাহিক শিক্ষার মান।
স্কুলগুলিকে এই মর্মে চিঠি পাঠিয়ে এই বিষয়ে অবগত করেছে রাজ্যের শিক্ষা দফতর। চিঠিতে জানানো হয়েছে যে, হাবস অফ লার্নিংয়ের কয়েকটি লক্ষ্য রয়েছে, যা হল –
(1) যে 70 টি স্কুলে এই হাবস অফ লার্নিং চালু হবে, সেই স্কুলগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা।
(2) স্ব-উন্নতির লক্ষ্যে ব্রতী হওয়া।
(3) পরিকাঠামোগত দিকটিতে ভালো করে লক্ষ্য রাখা।
(4) প্রতিটি স্কুলের শিক্ষা পদ্ধতিকে আরও সমৃদ্ধ করা।
কীভাবে চালনা করা হবে এই হাবস অফ লার্নিং?
এই বিষয়ে শিক্ষা দফতর জানিয়েছে, রাজ্যে কিছু কিছু মেন্টর স্কুল বেছে নেওয়া হবে। নূন্যতম 2 বছরের মেয়াদে ওই স্কুলগুলি মেন্টর স্কুল (Mentor School) হিসেবে থাকবে।
মেন্টর স্কুলগুলির কাজ হবে, আশেপাশের অন্যান্য আরও 10 টি স্কুলকে শিক্ষার মান উন্নত করতে সহায়তা করা। এই ভাবে ধাপে ধাপে রাজ্যের সরকারি স্কুলগুলিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে এই হাবস অফ লার্নিং তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- অনেক আগেই এবারের গরমের ছুটি! কবে থেকে স্কুল-কলেজ ছুটি জানুন
- বিএড পাশেদের জন্য প্রাইমারি পর্ষদের বিজ্ঞপ্তি জারি
- ইয়েস ব্যাঙ্কে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন
- রাজ্যের বিদ্যুৎ দপ্তরের বিভাগে চাকরি