জলবিদ্যুৎ উৎপাদনকারী সরকারি সংস্থা SJVN-এ চাকরি, ৪৫ হাজার টাকা মাসিক বেতন

hydropower producing government agency SJVN recruitment 2023

SJVN LIMITED এ ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 115/2023

নোটিশ তারিখ- 14.11.2023

যে পদে নিয়োগ হবে

1. ফিল্ড ইঞ্জিনিয়ার / Field Engineer (IT)

মোট শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- Computer Science/ Computer Engineering/ Information Technology নিয়ে B.E./ B.Tech করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীরা 60,000 টাকা বেতন হিসেবে পাবেন।

2. জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার / Jr. Field Engineer (IT)

শূন্যপদ- মোট 02 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Computer Science/ Computer Engineering/ Information
Technology নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীরা 45,000 টাকা বেতন হিসেবে পাবেন।

3. ফিল্ড অফিসার / Field Officer (Architecture)

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- আর্কিটেকচার নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীরা 60,000 টাকা বেতন হিসেবে পাবেন।

4. ফিল্ড অফিসার / Field Officer

মোট শূন্যপদ- এখানে মোট 10 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন সহ MBA ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদের জন্য প্রার্থীরা 60,000 টাকা বেতন হিসেবে পাবেন।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটারে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.sjvn.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

GEN, EWS, OBC প্রার্থীদের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য 300 টাকা এবং অন্যান্য সমস্ত পদের জন্য 600 টাকা করে দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে- 14/11/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLST পরীক্ষায় বিরাট পরিবর্তন, এইভাবে করা হবে নিয়োগ

👉 কলকাতা ইউনিভার্সিটিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

👉 রাজ্যে ১২ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ, মন্ত্রীসভার বৈঠক থেকে গুরুত্বপূর্ণ আপডেট

👉 BEML এ গ্রুপ-সি পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 23 হাজার 910 টাকা

👉 এবার থেকে আর নয় বছর বছর পরীক্ষা! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

Previous articleআসাম রাইফেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! আবেদন পদ্ধতি, শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleভারতীয় নেভিতে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে | Indian Navy Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here