IACS এ গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি

IACS Group-A Group-B Group-C Recruitment Notification 2023

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা কাল্টিভেশন অফ সায়েন্সে (IACS) বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি পদ রয়েছে এখানে। মাধ্যমিক পাশেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- IACS/ADVT/P/05/1167

নোটিশ প্রকাশের তারিখ- 10.10.2023

যে পদে নিয়োগ করা হবে

1. মাল্টি টাস্কিং স্টাফ / MTS

শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে ITI ডিপ্লোমা থাকতে হবে।

2. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরীয়ান / Assistant Librarian

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- B. Lib. ডিগ্রির সাথে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

3. অ্যাসিস্ট্যান্ট / Assistant

শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

4. Assistant (F&A)

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- কমার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

5. PA to Registrar

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

6. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Technical Assistant-B

শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- বিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

7. আপার ডিভিশন ক্লার্ক / Upper Division Clerk

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

8. অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার / Assistant Registrar

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- মাস্টার্স ডিগ্রির সাথে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

বেতন

পদ অনুয়ায়ী বেতন আলাদা রয়েছে। নির্দিষ্ট পদের বেতন জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন পাঠাবার ঠিকানা

The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Kolkata – 700032

আবেদন মূল্য

ST, FEMALE প্রার্থী – 500 টাকা,

অন্যান্য প্রার্থী – 1,000 টাকা।

আবেদনের শেষ তারিখ

24/11/2023 এখানে আবেদন পাঠাবার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ICMR এ গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 SSB তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্য মৎস্য উন্নয়ন দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

👉 রাজ্যে নতুন ১২ হাজার পুলিশ নিয়োগ, এর মধ্যে ১ হাজার স্পেশাল নিয়োগ

Previous articleAIIMS এ গ্রুপ-সি পদে চাকরি! মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleকেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ-সি সহ বিভিন্ন পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here