ভারতের গোয়েন্দা বিভাগ অর্থাৎ Intelligence Bureau (IB) তে গ্রুপ-সি মাল্টি টাস্কিং স্টাফ (MTS) সহ আরো পোষ্টে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই আমরা বিস্তারে জানাচ্ছি।
ভারত সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 1675 শূন্যপদে নিয়োগ করা হবে।
প্রথমেই জানিয়ে রাখা ভালো আবেদনকারী প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ের আবেদন করতে পারবে।
IB-র এই চাকরির জন্য কোন কোন পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, শূন্যপদের সংখ্যা কত, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি তথ্য এইবার আমরা এক এক জানাবো। আবেদন করার আগে একবার ভালো করে জেনে নিন।
IB Group-C MTS Recruitment 2023
(1) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ – জেনারেল (Multitasking Staff – General)
বেতনঃ এই পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 150 টি।
(2) পদের নামঃ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ (Security Assistant/Executive)
বেতনঃ পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1525 টি।
শিক্ষাগত যোগ্যতা
- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে।
- স্থানীয় অর্থাৎ লোকাল ভাষাতে যথেষ্ট দক্ষ থাকতে হবে।
- সেইসাথে নির্দিষ্ট কাজের দরকারি অভিজ্ঞতা থাকতে হবে।
আরো চাকরি: রাজ্যের হলদিয়া পেট্রোকেমিক্যালে কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি
- বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
- Tier- I & Tier – II এই দুই পর্যায়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
- Tier- I ক্ষেত্রে অনলাইন এক্সাম হবে যেখানে অবজেক্টিভ টাইপের মোট 100 টি প্রশ্ন থাকবে যার প্রতিটি মান 1 নম্বর করে এবং এর জন্য সময় থাকবে মোট 1 ঘন্টা।
- Tier- II ক্ষেত্রে অফলাইন এক্সাম হবে যেখানে ডেস্ক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। এই পরীক্ষা 40 নম্বরের হবে এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা।
আবেদন পদ্ধতি
ইন্টেলিজেন্স ব্যুরোর অন্তর্গত এই দুই পদের ক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি কোথাও না গিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করে সহজেই নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে এখানে আবেদন করে নিতে পারবেন।
(1) আবেদন করার জন্য প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
(2) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নিজের নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।
(3) তারপরে রেজিস্ট্রেশনের সময় দেওয়া নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন পত্রটি খুলতে হবে।
(4) এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
(5) আবেদনপত্র পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(6) সবশেষে নির্দিষ্ট কাস্ট অনুযায়ী আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
অনলাইন আবেদন ফি
অনলাইনে আবেদন করার জন্য ফি 2 টি পর্যায়ে দিতে হবে। প্রথমে 50 টাকা পরীক্ষার ফি হিসেবে এবং তারপরে 450 টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ হিসাবে। সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এই আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 21.01.2023 |
আবেদন শুরু | 21.01.2023 |
আবেদন শেষ | 10.02.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Click Here
✅ আবেদন করার লিংক- Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো আপডেট 👇👇
🎯 SSC-র তরফ থেকে ১০ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি
🎯 SBI-র গ্রাহকদের বাড়বে খরচ, RBI এর নতুন ঘোষনা
🎯 পশ্চিমবঙ্গে অ্যাকাউন্ট ম্যানেজার পদে চাকরি
🎯 রাজ্যে মেধাশ্রী প্রকল্পে ২ লক্ষের বেশি ছাত্রছাত্রী টাকা পাবে