ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS এর মাধ্যমে অনেক শূন্যপদে (IBPS PO Vacancy Recruitment) এর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 6432 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আপনাকে জানিয়ে এর আগেও IBPS এর মাধ্যমে অনেক শুন্যপদে বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ করা হয়েছে। সেই অনুযায়ী আবারো ৬ হাজারের বেশি শুন্যপদে ব্যাংকিং পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। এই নিয়োগটিও দেশের বড়ো বড়ো বিভিন্ন ব্যাংকগুলিতে করা হবে।
তাই আপনিও যদি ব্যাংকের চাকরি করতে চান অথবা ব্যাংকিং সেক্টরের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার কাছে এটি চাকরি করার একটি দারুন সুযোগ।
সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
আবেদন করার আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সসীমা কত হতে হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়গুলি ভালো করে জেনে নিন।
IBPS 6432 PO Recruitment 2022
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ প্রফেশনারি অফিসার (CRP PO/MT – XII)
শিক্ষাগত যোগ্যতা (IBPS PO Recruitment 2022 Qualification)
প্রফেশনারি অফিসার পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা (IBPS PO Recruitment 2022 Age Limit)
উক্ত পদের জন্য 01.08.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদ (IBPS PO Recruitment 2022 Vacancy)
IBPS PO 2022 এর নিয়োগের জন্য মোট 6432 টি শূন্যপদ রয়েছে।
যেসমস্ত ব্যাংকে নিয়োগ করা হবে (IBPS PO Recruitment 2022 Recruiter Bank)
(1) Bank of Baroda
(2) Canara Bank
(3) Indian Overseas Bank
(4) UCO Bank
(5) Central Bank of India
(6) Punjab National Bank
(7) Union Bank of India
(8) Bank of Maharashtra
(9) Indian Bank
(10) Bank of India
(11) Punjab & Sind Bank
নিয়োগ পদ্ধতি (IBPS PO Recruitment 2022 Recruitment Process)
(1) লিখিত পরীক্ষা-
-
-
-
- প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination)- 100 Marks
-
- English Language – 30 Marks
- Quantitative Aptitude – 35 Marks
- Reasoning Ability – 35 Marks
-
- মেন পরীক্ষা (Main Examination)- 200 Marks
-
- Reasoning & Computer Aptitude – 60 Marks
- General/ Economy/ Banking
Awareness – 40 Marks - English Language – 40 Marks
- Data Analysis & Interpretation – 60 Marks
-
- English Language (Letter Writing
& Essay) – 25 Marks
- প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination)- 100 Marks
-
-
(2) ইন্টারভিউ
আবেদন পদ্ধতি (IBPS PO Recruitment 2022 Application Process)
Institute of Banking Personnel Selection (IBPS) এর PO অর্থাৎ প্রফেশনারি অফিসার এর এই চাকরির আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না।
আবেদনকারীদের সুবিধার জন্য আমরা আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দিয়েছি। ঐ লিংকে ক্লিক করেই সরাসরি আবেদন করতে পারেবন।
আবেদন করার লিংকে ক্লিক করলেই প্রথমে রেজিস্ট্রেশন করতে বলা হবে। তাই প্রথমে আবেদনকারীকে রেশিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে Registration No, Password এবং Seciruty Code পূরন করে লগ ইন করে নিতে হবে। তারপর দরকারি সমস্ত তথ্য পূরন করে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া ফাইনাল করতে হবে।
আবেদন ফি (IBPS PO Recruitment 2022 Application Fee)
জেনারেলদের জন্য আবেদন ফি লাগবে 850 এবং SC/ST দের জন্য আবেদন ফি জমা করতে হবে 175 টাকা।
আবেদনের জন্য নথিপত্র (IBPS PO Recruitment 2022 Documents)
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের আডমিট কার্ড)।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 02.08.2022 |
আবেদন শুরু | 02.08.2022 |
আবেদন শেষ | 22.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-