ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (IBPS) এর তরফ থেকে সম্প্রীতি গ্রুপ A এবং গ্রুপ B পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8106 টি শূন্যপদে গ্রামীন ব্যাংকে গ্রুপ এ এবং গ্রুপ বি পদে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এখানে ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। ন্যূনতম স্নাতক পাশেই আবেদন করা যাবে।
আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো।
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
- Office Assistant (Multipurpose)
- Officer Scale – I
- Officer Scale – II (Agriculture)
- Officer Scale – II (Marketing Officer)
- Officer Scale – II (Treasury Officer)
- Officer Scale – II (Law)
- Officer Scale – II (CA)
- Officer Scale – II (IT)
- Officer Scale – II (General Banking Officer)
- Officer Scale – III
বেতনঃ
- Officers – 29,000 – 44,000 টাকা
- Office Assistant – 15000 – 20000 টাকা।
বয়সসীমাঃ
উক্ত পদগুলোতে আবেদনের জন্য 01.06.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বিভিন্ন পদের জন্য ভয় সিমের বিষয়টি বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশটি বিস্তারিত ভাবে পড়ুন।
শিক্ষাগত যোগ্যতাঃ
উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে এবং সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও কিছু কিছু পদে আবেদনের জন্য অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি পড়ুন।
মোট শূন্যপদঃ
এখানে সব মিলিয়ে মোট 8106 শূন্য পদ রয়েছে
নিয়োগ পদ্ধতিঃ
এখানে দুটি পর্যায়ে প্রার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে।
(1) লিখিত পরীক্ষা।
(2) ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
- উল্লেখিত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
- সবশেষে আবেদনপত্র জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
উক্ত পদগুলোতে আবেদনের জন্য 850 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC/ST/PWBD দের জন্য 175 টাকা আবেদন মূল্য দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট।
- জন্মের প্রমাণপত্র।
- প্রার্থীর স্বঘোষণাপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- এছাড়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে আরো অন্যান্য সার্টিফিকেট থাকলে দিতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | —————– |
আবেদন শুরু | 07.06.2022 |
আবেদন শেষ | 21.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-