দেশের 11 টি ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। Institute of Banking Personnel Selection (IBPS) এর তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বিপুল পরিমাণ শূন্যপদ রয়েছে এখানে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
প্রবেশনারি অফিসার / ম্যানেজমেন্ট ট্রেনি / Probationary Officer/ Management Trainee
শূন্যপদ
এখানে মোট 3049 টি শূন্যপদ রয়েছে। দেশের 11 টি ব্যাঙ্ক মিলিয়ে এই শূন্যপদ রয়েছে। এর মধ্যে রয়েছে BANK OF BARODA, BANK OF INDIA, BANK OF
MAHARASHTRA, CANARA BANK, CENTRAL BANK OF INDIA, INDIAN BANK, INDIAN OVERSEAS BANK, PUNJAB NATIONAL BANK, PUNJAB & SIND BANK, UCO BANK, UNION BANK OF INDIA।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
বয়সসীমা
এই পদের জন্য সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। বয়স হিসেব করতে হবে 01.08.2023 তারিখের সাপেক্ষে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে প্রিলিমিনারি পরীক্ষা, মেনস পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে। সিলেবাসের বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.ibps.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
SC/ST/PWD প্রার্থীদের জন্য 175 টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য 850 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন করার শেষ দিন 21/08/2023 তারিখ।
প্রিলিমিনারি পরীক্ষা সেপ্টেম্বর, মেনস পরীক্ষা নভেম্বর এবং ইন্টারভিউ জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- ফুড SI এর ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হচ্ছে?
- রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- রাজ্যের কলেজে গ্রুপ-C, গ্রুপ-D পদে চাকরি
- SPMCIL তে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ
- রামকৃষ্ণ মিশনে স্থায়ীভাবে শিক্ষক এবং গ্রুপ-D পদে নিয়োগ
- সংস্কৃতি দপ্তরে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি