অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে জানাই স্যার আইসিডিএস কর্মী কবে নিয়োগ হবে। তাদের জন্য রয়েছে নিয়োগের আপডেট। পশ্চিমবঙ্গের একটি জেলায় আইসিডিএস (ICDS) অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রথমেই জেনে রাখা ভালো এই নিয়োগটি বাঁকুড়া জেলায় করা হবে এবং নির্দিষ্ট এলাকার বাসিন্দারা শুধুমাত্র এই চাকরির জন্য আবেদন করতে পারবে। সবাই জানে যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। তাই বেশ কিছু মহিলাদের জন্য এটি চাকরি পাওয়ার দারুন সুযোগ হতে চলেছে।
ICDS Karmi Recruitment in Bankura
আইসিডিএস (ICDS) কর্মী নিয়োগের তথ্য (ICDS Anganwardi Karmi Recruitment Details)
বিজ্ঞপ্তি নম্বর: ৩২৩/ আই.সি.ডি/কোট
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 18.11.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: আই.সি.ডি.এস অঙ্গনওয়াড়ি কর্মী
বয়সসীমা: এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করতে হবে 18.11.2022 তারিখ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
শূন্যপদ: 9 টি (UR-5, SC-2, ST-2)
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে প্যানেল তৈরি করা হবে এবং এর ভিত্তিতে নিয়োগ হবে।
- লিখিত পরীক্ষা-৩৫ নম্বর
- মৌখিক পরীক্ষা- ৫ নম্বর
- কাজের অভিজ্ঞতা- ১০ নম্বর
লিখিত পরীক্ষার সিলেবাস:
(1) পাটিগণিত– ১০ নম্বর
(2) ইংরেজি– ১০ নম্বর
(3) পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলা সংক্রান্ত বিষয়– ১০ নম্বর
(4) সাধারণ জ্ঞান– ৫ নম্বর
নিয়োগের স্থান:
বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লক এর যে কোন কেন্দ্রে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফিশিয়াল নোটিশের চার নম্বর পেজে একটি আবেদনপত্র দেওয়া আছে। আবেদনকারীকে প্রথমে এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তাতে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে।
(2) আবেদনপত্র প্রিন্ট করা হয়ে গেলে আবেদনপত্র টিকে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নিতে হবে।
(3) আবেদনপত্র পূরণ করার পর তার সাথে দরকারি কিছু ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে একটি খামের মধ্যে ভরে খামের মুখ বন্ধ করে দিতে হবে।
(4) সবশেষে সবকিছু ঠিকঠাক করে নিয়ে মুখ বন্ধ আবেদন পত্রের খামটিকে নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্য্যালয়, কোতুলপুর, বাঁকুড়া।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্টস দিতে হবে:
(1) মাধ্যমিকের এডমিট কার্ড
(2) অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগপত্রের জেরক্স কপি।
(3) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং সার্টিফিকেট (মাধ্যমিক)
(4) দুই কপি পাসপোর্ট সাইজ ছবি (ছবির পিছনে নিজের স্বাক্ষর করতে হবে)
(5) নিজের নাম, ঠিকানা লেখা এবং পাঁচ টাকা দামের ডাকটিকিট যুক্ত খাম।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 18.11.2022 |
আবেদন শুরু | 18.11.2022 |
আবেদন শেষ | 09.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদনপত্র ডাউনলোড | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 বছরের শেষে WBPSC-র নতুন চাকরি