পশ্চিমবঙ্গে কয়েকটি কেন্দ্রে ICDS অর্থাৎ অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর কার্য্যালয় অফিস থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এটি মূলত মহিলাদের জন্য চাকরি। তাই নির্দিষ্ট এলাকার মহিলাদের জন্য এটি একটি চাকরির ভালো সুযোগ হতে চলেছে।
রাজ্যের বেশ কিছু অঙ্গনওয়াড়ি অর্থাৎ ICDS কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের শূন্যপদ থাকায় এই নিয়োগটি করা হবে। মাধ্যমিক এবং অষ্টম শ্রেণি পাস করে থাকলেই মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগটি করা হচ্ছে, যোগ্য মহিলারা কিভাবে আবেদন করতে পারবে, কোন ঠিকানায় যোগাযোগ করতে হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ইত্যাদি বিষয়ে আজকে বিস্তারিত জানতে পারবেন।
ICDS Karmi Recruitment
নোটিশ নম্বর:
ICA-N445(3)/2022
ICA-N441(3)/2022
আবেদনের মাধ্যম:
অফলাইনের মাধ্যমে সরাসরি অফিসে আবেদন করতে হবে।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) অঙ্গনওয়াড়ি কর্মী
(2) সহায়িকা
শিক্ষাগত যোগ্যতা:
(1) অঙ্গনওয়াড়ি কর্মী- শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করা যাবে।
(2) সহায়িকা- সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
বেতন, বয়সসীমা, শূন্যপদ
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের চাকরির মাসিক বেতন, আবেদনকারীর বয়সসীমা, মোট শূন্যপদ ইত্যাদি বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি।
👇 নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য আরো ভালো করে জেনে নিন।
নিয়োগের স্থান:
(1) খিদিরপুর
(2) ভবানীপুর
নিয়োগ প্রক্রিয়া:
চাকরিপ্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
খিদিরপুর এবং ভবানীপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের কার্যালয় অফিস থেকে একটি Application ফর্ম তুলতে হবে। ওই ফর্মটি সঠিকভাবে পূরণ করে এবং দরকারি বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে ওই অফিসে জমা করতে হবে।
অফিসের ঠিকানা:
খিদিরপুর- খিদিরপুর সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প ১৬ টালিগঞ্জ সার্কুলার রোড, কলিকাতা ৭০০০৩৩
ভবানীপুর- ভবানীপুর (শহর) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ৫বি মহারানী স্বর্ণময়ী রোড, কলিকাতা ৭০০০০৯
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 30.08.2022 |
আবেদন শুরু | 02.09.2022 |
আবেদন শেষ | 14.10.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 নতুন প্রাইমারি টেট 2022 নিয়ে খারাপ আপডেট