ICDS Worker Recruitment: রাজ্যে কয়েকশো শূন্যপদে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু হলো

ICDS Worker New Recruitment in Hooghly District

প্রায় অনেকদিন পর রাজ্যে নতুন করে আবারো প্রচুর সংখ্যক শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রার্থী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে দিই, হুগলি জেলার বিভিন্ন এলাকাতে এই নিয়োগ করা হবে। 

চারটি সাব ডিভিশনে বিপুল সংখ্যক শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কত দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা কত, কোন কোন সাব ডিভিশনে নিয়োগ করা হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্যের বিবরণ নিচের নিবন্ধে বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরা হলো।

ICDS Worker New Recruitment in Hooghly

ICDS Worker New Recruitment in Hooghly District

নোটিশ নম্বরঃ HGLY-64024(18)/1/2021-SDO SADAR(HGLY)

নোটিশ প্রকাশের তারিখঃ 14.09.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের তথ্য 
পদের নামঃ

অঙ্গনওয়াড়ি কর্মী 

অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষাগত যোগ্যতাঃ

অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) বা তার সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী বয়সসীমাঃ

আবেদন প্রার্থীর বয়স 01.04.2022 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। 

অঙ্গনওয়াড়ি কর্মী মোট শূন্যপদঃ 

এখানে সর্বমোট 435 টি শূন্যপদে আলাদা আলাদা সাব ডিভিশন অনুযায়ী নিয়োগ করা হবে।

সাব ডিভিশন অনুযায়ী শূন্যপদঃ
 • শ্রীরামপুর সাব ডিভিশন – 90 টি।
 • আরামবাগ সাব ডিভিশন – 98 টি।
 • চন্দননগর সাব ডিভিশন – 112 টি।
 • সদর সাব ডিভিশন – 135 টি।
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পদ্ধতিঃ

অঙ্গনওয়াড়ি কর্মী পদের চাকরির নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। এক্ষেত্রে ৫০ নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

(1) লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের

 • গণিত – 10 নম্বর
 • ইংরেজি – 10 নম্বর
 • জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান এবং মর্যাদা – 10 নম্বর
 • সাধারণ জ্ঞান – 5 নম্বর

(2) মৌখিক পরীক্ষা হবে 5 নম্বরের

(3) 5 বছরের অভিজ্ঞতার ঊর্ধ্বে প্রতি 3 বছরের জন্য 5 নম্বর এই ভিত্তিতে সর্বাধিক 10 নম্বর।

অঙ্গনওয়াড়ি কর্মী চকরির আবেদন পদ্ধতিঃ
 • অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট (www.hoogly.nic.in) থেকে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। 
 • আবেদনকারীদের সুবিধার জন্য অনলাইন আবেদনের অফিসিয়াল লিংক এই পেজের নিচে দেওয়া রয়েছে। ঐ লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে। 
 • আবেদন করার লিঙ্কে ক্লিক করলে আবেদন করার একটি নতুন পেজ খুলবে। সেখানে নাম, ব্লকের নাম, পদের নাম সহ দরকারি তথ্য দিতে হবে।
 • আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচারের ছবি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
 • অনলাইনে সমস্ত তথ্য সঠিকভাবে পূরন করার পর একবার ভালো করে মিলিয়ে নিয়ে একেবারে নিচের Submit লেখার উপর ক্লিক করতে হবে। এইভাবে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 14.09.2022
আবেদন শুরু 15.09.2022
আবেদন শেষ 15.10.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশ(1) Download

🔽 অফিসিয়াল নোটিশ(2) Download

🔽 অফিসিয়াল নোটিশ(3) Download

🔽 অফিসিয়াল নোটিশ(4) Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) সহ বিভিন্ন পদে চাকরি

🎯 ভারতের ONGC কর্পোরেশনে কর্মী নিয়োগ

🎯 রাজ্যে KMC গ্রুপ-C পদের চাকরি