ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন | ICICI Bank New Recruitment 2022 (Apply Online)

ICICI Bank New Recruitment 2022

ভারতের অন্যতম সুনাম প্রসিদ্ধ ব্যাংকিং প্রতিষ্ঠান আইসিআইসিআই (ICICI) ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফ্রেশার এবং এক্সপেরিয়েন্স উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।

সমগ্র ভারতের অন্তর্গত অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ICICI ব্যাংকের তরফ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। নিচে একে একে এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

ICICI Bank New Recruitment 2022

ICICI Bank New Recruitment 2022

ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, পদের নাম (ICICI Bank New Recruitment 2022, Post Names)

পদের নামঃ

  • রিলেশনশিপ অফিসার (Relationship Manager)
  • ক্লার্ক (Clerk)
  • সেল রিলেশনশিপ (Sale Relationship)
  • পিও (PO)
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager) 
  • অপারেশনস (Operations) 
  • সিঙ্গেল উইনডো ক্লার্ক (Single Window Clerk)
  • সুইপার (Sweeper) 
  • সেকুরিটি (Security) 
  • পিওন (Peon) 

ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, বেতন (ICICI Bank New Recruitment 2022, Salary)

উপরিক্ত সমস্ত পদের জন্য প্রতিমাসে প্রায় 20,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, শিক্ষাগত যোগ্যতা (ICICI Bank New Recruitment 2022, Qualification)

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সহ আরও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবে।

ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, বয়সসীমা (ICICI Bank New Recruitment 2022, Age Limit) 

আবেদনকারী প্রার্থীর বয়স কমপক্ষে 18 বছরের উর্ধ্বে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, মোট শূন্যপদ (ICICI Bank New Recruitment 2022, Total Vacancy)

ICICI ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদের জন্য মোট প্রায় 4000 টি পদে নিয়োগ হবে।

ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, নিয়োগ পদ্ধতি (ICICI Bank New Recruitment 2022, Recruitment Process)

আবেদনকৃত প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, আবেদন পদ্ধতি (ICICI Bank New Recruitment 2022, Application Process)

(1) উপরে উল্লেখিত সমস্ত পদের জন্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ICICI ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

(2) এরপরে অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

(3) রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করলে আবেদন পত্রটি সামনে উপস্থিত হবে।

(4) এরপরে আবেদনপত্র সঠিকভাবে তথ্য দিয়ে পূরণ করতে হবে।

(5) আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে অনলাইনেই আপলোড করতে হবে।

(6) সবশেষে, ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া (Online Application Process) শেষ করতে হবে।

ICICI ব্যাংক নতুন নিয়োগ ২০২২, গুরুত্বপূর্ণ তারিখ (ICICI Bank New Recruitment 2022, Important Dates)

নোটিশ প্রকাশ 19.10.2022
আবেদন শুরু 19.10.2022
আবেদন শেষ 25.11.2022

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন। 

(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links:  👇👇

✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
✅ আবেদন করুন Apply Now
✅ নতুন চাকরির আপডেট Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২ (Apply Now)

🎯 ভারতের পাবলিক সেক্টরে SAIL-এর অধীনে কর্মচারী নিয়োগ

🎯 ITBP সাব-ইন্সপেক্টর পদে চাকরি