ICMR এ প্রোজেক্ট টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

ICMR Project Technician Recruitment 2023

ICMR – সেন্টার ফর এজিং অ্যান্ড মেন্টাল হেলথ, কলকাতাতে তিন ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ। এখানকার পোস্টগুলি চুক্তি ভিত্তিক। আরও বিশদে জানুন এই প্রতিবেদনে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- SRUM Project/I-CAM/70/2023-24

নোটিশ প্রকাশের তারিখ- 27/10/2023

যে পদে নিয়োগ করা হবে

1. প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট / Project Technical Support III

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশনের সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 35,560 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট / Project Technical Support II

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশের সাথে MIT/DMIT ডিপ্লোমা এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 25400 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট / Project Research Scientist-II

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের মাস্টার্স ডিগ্রি সহ PhD ডিগ্রি করে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- মাসিক 85,090 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নিজেদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দিয়ে একটি সিভি তৈরি করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন বসিয়ে সেটিকে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

ICMR – Centre for Ageing & Mental Health ,Kolkata 

গুরুত্বপূর্ণ তারিখ

  • 23/12/ 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
  • ইন্টারভিউয়ের তারিখ- 24/11/2023 তারিখের সকাল 10 টা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 বিদ্যুৎ সংস্থায় প্রোজেক্ট কো অর্ডিনেটর নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 স্বাস্থ্য পরিষেবা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি, 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি, 15 হাজার টাকা মাসিক বেতন

👉 ন্যাশনাল ফার্টিলাইজার সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 01 ডিসেম্বর অবধি আবেদন চলবে

👉 রাজ্যের কলেজে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

Previous articleবিদ্যুৎ সংস্থায় প্রোজেক্ট কো অর্ডিনেটর নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ
Next articleরাজ্যের ২৫৩ টি B.Ed কলেজ বাতিল, এই নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here