ইন্টারভিউয়ের মাধ্যমে ICSI এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন

icsi-recruitment-2023

The Institute of Company Secretaries of India (ICSI) তে চুক্তি ভিত্তিক এবং রেগুলার পদে কর্মী নিয়োগ করা হবে। পাঁচ ধরণের শূন্যপদ রয়েছে এখানে। শূন্যপদের সংখ্যাও রয়েছে একাধিক। এখানে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিশদে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে 

1. Executive (Academics)

শূন্যপদ- এটি একটি রেগুলার পদ। এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের B.Com পাশ এবং ACS /ACA / ACMA করা থাকতে হবে। অথবা, Economics/ Commerce/ Management/ Law তে 50% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন- বার্ষিক 10.2 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে প্রার্থীদের।

2. Executive Assistant

শূন্যপদ- এটি একটি রেগুলার পদ। এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রার্থীদের B.Com পাশের সাথে নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন- বার্ষিক 05.7 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে প্রার্থীদের।

3. Senior Consultant (Infrastructure)

শূন্যপদ- এটি একটি চুক্তি ভিত্তিক পদ। এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে। প্রার্থীকে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

যোগ্যতা- প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ B.E /B.Tech পাশের সাথে নূন্যতম 20 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমা- 45 বছর থেকে সর্বোচ্চ 65 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন- বার্ষিক 9 থেকে 18 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে প্রার্থীদের।

4. Senior Consultant (IT)

শূন্যপদ- এটিও একটি চুক্তি ভিত্তিক পদ। এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে। প্রার্থীকে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

যোগ্যতা- প্রার্থীদের MBA / PGDBM পাশের সাথে নূন্যতম 20 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমা- 45 বছর থেকে সর্বোচ্চ 65 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন- বার্ষিক 9 থেকে 18 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে প্রার্থীদের।

5. Senior Consultant (Operations)

শূন্যপদ- এটি একটি চুক্তি ভিত্তিক পদ। এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে। প্রার্থীকে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

যোগ্যতা- প্রার্থীদের Computer Science/IT/Electronics এ MCA অথবা B.Tech পাশের সাথে নূন্যতম 20 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমা- 45 বছর থেকে সর্বোচ্চ 65 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন- বার্ষিক 9 থেকে 18 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://www.icsi.in/recruitment/ ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

20 সেপ্টেম্বর, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 প্রাইমারি টেট অফিসিয়াল নোটিশ ২০২৩ প্রকাশিত হল

👉 রাজ্যে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটে সার্ভেয়ার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ

👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি

👉 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 11 হাজার টাকা

👉 রাজ্যের হস্টেলে সুপারিনটেনডেন্ট পদে চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন

👉 ONGC তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Previous articleTET 2023: এবারের টেট-এ যেটা হবে তা আগে কখনো হয়নি
Next article450 টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে | RBI Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here