এই কোর্স করলেই মিলবে কৃষি ব্যবসার লাইসেন্স! নিজে করতে পারবেন ব্যবসা

If you do this course, you will get a license for agricultural business! You can do business yourself

আপনি কী চাষের সামগ্রী বিক্রির ব্যবসা করে আয় করতে চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আলোচনা করা হয়েছে, কীভাবে কেবলমাত্র একটি কোর্সের মাধ্যমে আপনি খুব সহজেই চাষের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক ইত্যাদির ডিলারশিপ নিতে পারবেন।

এই বিশেষ কোর্সটি করার পরে আপনাকে দেওয়া হবে একটি সার্টিফিকেট, যা না থাকলে আপনি কৃষি সামগ্রী সংক্রান্ত ব্যবসা করতে পারবেন না।

বর্তমানে রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় দেওয়া হচ্ছে এই ট্রেনিং। এই কোর্সটি করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাশ। অর্থাৎ আপনি মাধ্যমিক পাশ হলেই এই কোর্সটি করার জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সের জন্য ইচ্ছুক ব্যক্তিদের লিখিত আবেদন জমা দিতে হবে ডিডিএ অথবা নির্দিষ্ট ব্লকের এডিও-এর কাছে।

এই কোর্সটি ঠিক কেমন এবং কাদের জন্য, এই প্রসঙ্গে ডিডিএ ট্রেনিং (এটিসি পূর্ব বর্ধমান) খাইরুল আলম বলেন, সাধারণভাবে ইনপুট ডিলারদের ট্রেনিং দেওয়া হয় এখানে। ইনপুট ডিলার বলা হয় সেই সব ব্যক্তিদের, যারা সরকারের লাইসেন্স নিয়ে বীজ, সার, কীটনাশক বিক্রি করে থাকেন।

এই কোর্সটি করা থাকলে কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশুনা না করলেও যে কোনো ব্যক্তি ইনপুট ডিলার হতে পারবেন। এই কোর্সের উদ্দেশ্য হল ডিলার বা ব্যবসায়ীরা যেন কৃষককে সঠিক পরামর্শ দিতে পারেন।

এই কোর্সের নাম রাখা হয়েছে ডেজি ( DAESI)ডেজি শব্দটির পুরো কথা হচ্ছে, ‘ডিপ্লোমা ইন এগ্রিকালচার সার্ভিস ফর ইনপুট ডিলার্স’। এই কোর্সের মেয়াদ এক বছরের। এখানে কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করানো হয়। পাশাপাশি, চাষিদের কীভাবে গাইড করবেন সেই বিষয়েও ট্রেনিং দেওয়া হয়। তবে আর দেরী কীসের! ইনপুট ডিলার হতে চাইলে এক্ষুনি এই কোর্সে নিজের নাম নথিভুক্ত করুন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 তাপবিদ্যুৎ কেন্দ্রে এক্সিকিউটিভ পদে চাকরি, 16 নভেম্বর অবধি আবেদন চলবে

👉 রাজ্যের প্রাইমারি স্কুলে গ্রুপ-ডি ও ক্লার্ক পদে নিয়োগ! অষ্টম ও মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি

👉 CTET 2024 এর নোটিফিকেশন প্রকাশিত হলো! শুরু হলো আবেদন প্রক্রিয়া

👉 ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 বেসরকারি ব্যাংকে চাকরি ছেড়ে দিচ্ছে কর্মীরা, চাকরি ছাড়ার কারণ কী?

Previous articleউচ্চ মাধ্যমিক পাশে ডেন্টাল টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে চাকরি, 22 হাজার টাকা মাসিক বেতন
Next articleভারতের ইস্পাত সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি , 25 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here