কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সিকিউরিটি প্রিন্টিং এন্ড মাইন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইতিমধ্যেই বেশ কিছু পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারভাইজার অন্যান্য পদেও নিয়োগ করা হবে। আজকের প্রতিবেদনে নিয়োগের এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এটি একটি ভালো সুযোগ। নারী-পুরুষ নির্বিশেষে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য অর্থাৎ বেতন কত দেওয়া হবে, কি কি পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। আপনি এখানে আবেদন করতে ইচ্ছুক হলে শেষ পর্যন্ত পড়েনিন।
IGMK Supervisor and others Post Recruitment
নোটিশ নম্বরঃ IGMK/HR (Estt.)/Rect./02/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 29.10.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
(1) পদের নামঃ সুপারভাইজার (Supervisor)
বেতনঃ এই পদের জন্য IDA প্যাটার্ন পে স্কেল অনুযায়ী প্রতিমাসে 27600 থেকে 95910 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা বা B.E/B.Tech পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় হয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(2) পদের নামঃ সাব স্টেশন অপারেটর (Sub Station Operator)
বেতনঃ এই পদের জন্য IDA প্যাটার্ন পে স্কেল অনুযায়ী প্রতিমাসে 18780 থেকে 67390 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় হয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
(3) পদের নামঃ ল্যাব অ্যাসিস্ট্যান্ট (Lab Assistant)
বেতনঃ এই পদের জন্য IDA প্যাটার্ন পে স্কেল অনুযায়ী প্রতিমাসে 18780 থেকে 67390 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় হয়েছে।
মোট শূন্যপদঃ 4 টি।
(4) পদের নামঃ জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician)
বেতনঃ এই পদের জন্য IDA প্যাটার্ন পে স্কেল অনুযায়ী প্রতিমাসে 18780 থেকে 67390 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় হয়েছে।
মোট শূন্যপদঃ
- CNC Operator – 3 টি।
- Machinist – 2 টি।
- Furnaceman – 1 টি।
- Welder – 1 টি।
- Electronic – 1 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- এখানে প্রার্থীদের কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
- অনলাইন পরীক্ষার প্রশ্ন হবে MCQ ধরনের।
- প্রতি প্রশ্নের মান হবে 1 নম্বর।
- ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই।
- পরীক্ষায় পূর্ণমান 125 নম্বর
- পরীক্ষার জন্য মোট সময় 2 ঘন্টা।
আবেদন পদ্ধতিঃ
(1) অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে উপরের সমস্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। সকলেই নিজস্ব মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই আবেদন করে নিতে পারবে।
(2) প্রথমে আপনাকে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
(3) এরপরে অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে।
(4) রেজিস্ট্রেশনের পর লগইন করলে আবেদন পত্রটি সামনে উপস্থিত হবে।
(5) এরপরে আবেদন পত্র নিজের সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে।
(6) আবেদনপত্র পূরণ করার পরে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(7) এরপরে কাস্ট অনুযায়ী 600 বা 200 টাকা আবেদন ফি হিসেবে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।
আবেদন ফিঃ
উপরের সমস্ত পদে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের 600 টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের কাছে 200 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ITI সার্টিফিকেট।
- বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 29.10.2022 |
আবেদন শুরু | 29.10.2022 |
আবেদন শেষ | 29.11.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কেন্দ্র সরকারের দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি
🎯 রাজ্যের একটি ইউনিভার্সিটিতে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ