রাজ্যের IHFW তে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আবেদন প্রক্রিয়া দেখুন | IHFW Office Assistant Recruitment

IHFW Office Assistant Recruitment

ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার (Institute of Health & Family Welfare) অর্থাৎ IHFW তে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অধীনে পরিচালিত এই বিভাগে সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 19 মে -2023 এর আগে অফলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিষয়ে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন। 

নোটিশ নং – IHFW/PF-21/2019/2845

নোটিশ প্রকাশ – 24.04.2023

যে পদে নিয়োগ হবে

ক্যাশিয়ার-কাম-অফিস অ্যাসিস্ট্যান্ট (Cashier-cum-Office Assistant)

শূন্যপদ

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

দরকারি যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি হেড ক্লার্ক/হেড অ্যাসিস্ট্যান্ট হতে হবে। সাথে নূন্যতম B.Com গ্র্যাজুয়েট এবং ক্যাশ পরিচালনা, ক্যাশ বুক রক্ষণাবেক্ষণ এবং কম্পিউটার সম্পর্কিত কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগের সময়সীমা

প্রথমে 6 মাসের মেয়াদে নিয়োগ করা হবে প্রার্থীদের। তবে পরবর্তীতে এই সময়সীমা বাড়তেও পারে।

বয়সসীমা

এই পদের জন্য বয়সের উর্দ্ধ সীমা 62 বছর রাখা হয়েছে।

মাসিক বেতন

বেতন কত করে দেওয়া হবে সেই সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়োগের বিজ্ঞপ্তিটি আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন। 

নিয়োগ পদ্ধতি

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে। লিখিত কোনো পরীক্ষা হবে না। 

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 2 নম্বর পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Office of the Director, Institute of Health & Family Welfare, 29, G.N. Block, Sector-V, Bidhannagar, Kolkata-700091. 

আবেদনের সময়সীমা

এখানে আবেদন শেষ হবে – 19 মে 2023 তারিখের বিকেল 04.00 টে পর্যন্ত। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇 

Previous articleমাধ্যমিক পাশে রাজ্যের খাদ্য দফতরে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হলো
Next articleরাজ্যে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের চিন্তাভাবনা! ১৬ সদস্যের কমিটি গঠন করল সরকার, বিস্তারিত আপডেট দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here