ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার (Institute of Health & Family Welfare) অর্থাৎ IHFW তে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অধীনে পরিচালিত এই বিভাগে সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 19 মে -2023 এর আগে অফলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিষয়ে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন।
নোটিশ নং – IHFW/PF-21/2019/2845
নোটিশ প্রকাশ – 24.04.2023
যে পদে নিয়োগ হবে
ক্যাশিয়ার-কাম-অফিস অ্যাসিস্ট্যান্ট (Cashier-cum-Office Assistant)
শূন্যপদ
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
দরকারি যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি হেড ক্লার্ক/হেড অ্যাসিস্ট্যান্ট হতে হবে। সাথে নূন্যতম B.Com গ্র্যাজুয়েট এবং ক্যাশ পরিচালনা, ক্যাশ বুক রক্ষণাবেক্ষণ এবং কম্পিউটার সম্পর্কিত কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগের সময়সীমা
প্রথমে 6 মাসের মেয়াদে নিয়োগ করা হবে প্রার্থীদের। তবে পরবর্তীতে এই সময়সীমা বাড়তেও পারে।
বয়সসীমা
এই পদের জন্য বয়সের উর্দ্ধ সীমা 62 বছর রাখা হয়েছে।
মাসিক বেতন
বেতন কত করে দেওয়া হবে সেই সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়োগের বিজ্ঞপ্তিটি আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে। লিখিত কোনো পরীক্ষা হবে না।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 2 নম্বর পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
Office of the Director, Institute of Health & Family Welfare, 29, G.N. Block, Sector-V, Bidhannagar, Kolkata-700091.
আবেদনের সময়সীমা
এখানে আবেদন শেষ হবে – 19 মে 2023 তারিখের বিকেল 04.00 টে পর্যন্ত।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- পশ্চিমবঙ্গ সরকারের WBSETCL-এ চাকরি
- আম্বানি স্কলারশিপে আবেদন করলে মিলবে 41 হাজার টাকা
- FACT-এ বিভিন্ন ধরনের পদে নিয়োগ (নারী-পুরুষ সকলের জন্য)
- পশ্চিমবঙ্গ মাদ্রাসা নিয়োগ ২০২৩- অফিসিয়াল বিজ্ঞপ্তি