পশ্চিমবঙ্গের কল্যানীতে অবস্থিত IISER কলকাতাতে তিন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যে সব পদে নিয়োগ করা হবে সেগুলি গ্রুপ A পদ। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
নোটিশ নং- IISER-K/Rectt. NT-01/2023/Admn
নোটিশ প্রকাশের তারিখ- 06.08.2023
নিয়োগের বিস্তারিত তথ্য
1. সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার / Superintendent Engineer
মোট শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Civil Engineering এ ফার্স্ট ক্লাস পেয়ে B.E./ B. Tech পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 56 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- পে লেভেল 13 অনুসারে বেতন দেওয়া হবে।
2. প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার / Principal Technical Officer
মোট শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স / টেকনোলজির যে কোনো বিষয়ে Ph.D /M.E / M.Tech পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 15 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 56 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- পে লেভেল 13 অনুসারে বেতন দেওয়া হবে।
3. ডেপুটি লাইব্রেরিয়ান / Deputy Librarian
মোট শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Library Science/Information Science/
Documentation Science এ Ph.D ডিগ্রি থাকার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 8 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 50 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- পে লেভেল 12 অনুসারে বেতন দেওয়া হবে।
নিয়োগের সময়সীমা
মোট 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://apply.iiserkol.ac.in/jobs/ এই লিঙ্কে গিয়ে গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। এর পরে নীচের ঠিকানায় ভরতি করা ফর্মটি পাঠিয়ে দিতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR/OBC/EWS দের 100 টাকা এবং Women/SC/ST/PWD প্রার্থীদের 50 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Registrar Indian Institute of Science Education and Research Kolkata
Mohanpur – 741246, Dist. Nadia, West Bengal.
আবেদনের তারিখ
05.09.2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের বেসরকারি স্কুল গুলির জন্য নতুন নিয়ম আনল সরকার!
👉 রাজ্যে SDO অফিসে আশা কোঅর্ডিনেটর পদে চাকরি
👉 IBPS তে 3049 টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নতুন নিয়ম শুরু হলো