ChatGPT আসার পর থেকে Artificial Intelligence (AI) নিয়ে মানুষ কাজ করতে উৎসাহী হয়ে উঠেছেন। নিউজ অ্যাঙ্কার থেকে শুরু করে শিক্ষা থেকে কর্মক্ষেত্র, বর্তমানে প্রায় সমস্ত জায়গাতেই ক্রমশ বেড়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর চাহিদা।
এই বিষয়ে আরও ভালো করে মানুষকে জ্ঞাত করতে IIT Kharagpur এবং TCS Icon যুগ্ম ভাবে AI নিয়ে একটি কোর্স চালু করতে চলেছে। ইচ্ছুক প্রার্থীদের জন্য এই প্রতিবেদনে সমস্ত তথ্য শেয়ার করে নেওয়া হল।
AI কোর্সের জন্য মোট আসন
কোর্সটিতে মোট আসন সংখ্যা রয়েছে 25 হাজার।
AI কোর্সের সময়সীমা
AI এর এই কোর্সের সময়সীমা তিন মাস।
AI কোর্সের ধরণ
I) এখানে পুরোপুরি অনলাইন মাধ্যমে ক্লাস নেওয়া হবে।
II) শিক্ষার্থীদের Theory এর সাথে সাথে Practical ও নেওয়া হবে।
AI কোর্সের জন্য গুরুত্বপূর্ণ তারিখ
এখানে ক্লাস শুরু হবে চলতি বছরের 2 সেপ্টেম্বর থেকে এবং এটি চলবে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত।
AI কোর্সের জন্য আবেদন মূল্য
ইচ্ছুক পড়ুয়াদের কোর্স ফি হিসাবে এখানে এককালীন 4998 টাকা আবেদন মূল্য দিতে হবে।
AI কোর্সে জন্য শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য, পড়ুয়াদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের কোনও স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়া হতে হবে। সাথে সাথে, L/ML Engineering নিয়ে পরবর্তীতে কাজ করতে ইচ্ছুক এবং Programming এ নূন্যতম জ্ঞান থাকলেই এখানে আবেদন করা যাবে।
AI কোর্সের আবেদন পদ্ধতি
কেবলমাত্র অনলাইনে মাধ্যমেই আবেদন জানাতে হবে ইচ্ছুক পড়ুয়াদের।
এর জন্য, প্রার্থীদের ai4icps.in-তে অথবা TCS এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে রেজিস্ট্রেশন করতে হবে। এই পর্যায়ে নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং তথ্যাদি দিতে হবে। এরপরে আবেদন মূল্য দিলেই শিক্ষার্থীরা এখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
AI কোর্সের সুবিধা
এই কোর্সটি শেষ হবার পরে ক্লাসের প্রথম 1% এর মধ্যে থাকা পড়ুয়াদের স্বীকৃতি হিসেবে Certificate দেওয়া হবে।
এই কোর্সটিতে রয়েছে মোট 100 ঘণ্টার ক্লাস। এখানে IT Kharagpur এর Computer Science, Electronics, Electrical ও Mathematics Department এর প্রফেসররা ক্লাস নেবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 THDC কোম্পানিতে সেক্রেটারি পদে চাকরি
👉 ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট
👉 কলকাতা মেট্রো রেলে চাকরি, কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-D পদে চাকরি