IIT খড়গপুরের লাইব্রেরিতে চাকরি, মাসিক বেতন 20 হাজার টাকা | IIT Kharagpur Library Recruitment

IIT Kharagpur Library Recruitment

IIT খড়গপুরের লাইব্রেরিতে চাকরির নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো। তাই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি সুখবর। কোন পদে এই নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শূন্যপদ কয়টি আছে, আবেদন কিভাবে করতে হবে ইত্যদি নিয়োগের বিষয়ে আজ আমরা বিস্তারে জানবো। আবেদন করতে ইচ্ছুক থাকলে অবশ্যই এগুলি জেনে নেবেন। 

IIT Kharagpur Library Recruitment

যে পদে নিয়োগ হবে

খড়গপুর সেন্ট্রাল লাইব্রেরীতে Professional Trainees পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Library and Information Science বিষয়ে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে।

বয়সসীমা

30 বছর বয়স পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

মাসিক 20,000 টাকা বৃত্তি হিসেবে প্রার্থীদের দেওয়া হবে।

ট্রেনিংয়ের সময়কাল

মোট 12 মাস সময়ের জন্য প্রার্থীদের এখানে ট্রেনিং করানো হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য, http://www.litkop.ac.in>> Quick Links >> Non-Teaching Positions এ গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সাথে আবেদন মূল্য প্রদান করে সাবমিট করতে হবে।

আবেদনকারীদের আবেদনের সুবিধার জন্য আমি আবেদন করার অফিসিয়াল লিংকটি নিচে দিয়ে দিলাম। ওখানে ক্লিক করলেই আবেদন করতে পারবেন। 

আবেদন ফি

UR/EWS প্রার্থীদের জন্য 500 টাকা এবং SC/ST/PWD/মহিলা প্রার্থীদের জন্য 250 টাকা আবেদন মূল্য বাবদ ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

30.04.2023 তারিখের মধ্যে আবেদনকারী প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 More job Updates 👇👇